Thursday, August 28, 2025

লোকসভা নির্বাচনের(Loksava Election) আগে শরদ পাওয়ারকে(Sharad Pawar) জোর ধাক্কা দিয়ে ৮ বিধায়ক সহ এনডিএ-তে(NDA) যোগ দিয়েছেন অজিত পাওয়ার। শপথ নিয়েছেন মহারাষ্ট্রের(Maharastra) উপমুখ্যমন্ত্রী হিসেবে। এই পরিস্থিতিতে টালমাটাল মহারাষ্ট্র রাজনীতি। আগামী ১৪ জুলাই বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী দলগুলিকে(Oppositions) নিয়ে দ্বিতীয় বৈঠকের দিন ঘোষণা করেছিলেন শরদ পাওয়ার। তবে সেই বৈঠক পিছিয়ে দেওয়া হল। বিরোধী শিবিরের তরফে জানানো হয়েছে, সংসদের বাদল অধিবেশন এবং তার পরপর বিহার, কর্ণাটকের বিধানসভা অধিবেশনের কারণে বৈঠক পিছিয়ে দেওয়া হল। বাদল অধিবেশন শেষ হওয়ার পর বৈঠকের দিন ঠিক করা হবে। যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবি, এনসিপি-তে সংকটের জেরে এলোমেলো হয়ে গিয়েছে বিরোধী সমীকরণ। যার জেরেই পিছিয়ে দেওয়া হয়েছে এই বৈঠক।

প্রসঙ্গত, আগামী ২০ তারিখ থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন, যা শেষ হবে ১১ অগাস্ট। জানা যাচ্ছে তারপরই বিরোধী জোটের বৈঠকের দিনক্ষণ স্থির হবে। এদিকে বঙ্গে পঞ্চায়েত নির্বাচন রয়েছে ৮ জুলাই, যার ফল প্রকাশ হবে ১১ জুলাই। এরপর অন্যান্য রাজ্যেও নানা স্তরের নির্বাচন রয়েছে। তার উপর বাদল অধিবেশন শেষের পর বিভিন্ন রাজ্যে বিধানসভা অধিবেশনও রয়েছে। সবমিলিয়ে আগামী কিছুটা সময় নানা কাজে ব্যস্ত থাকবে বিরোধী দলগুলি। তাই বিরোধী বৈঠক আগস্টের শেষভাগে হতে পারে। সেই বৈঠকে কারা উপস্থিত হবেন, সেদিকেও নজর থাকবে।

এদিকে সংসদের অধিবেশনে আমলাদের নিয়োগ ও বদলি নিয়ে দিল্লি সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া সংক্রান্ত কেন্দ্রের অর্ডিন্যান্স (Ordinance) পেশ হওয়ার সম্ভাবনা। আর তাতে আপ অর্থাৎ কেজরিওয়ালের দলের পাশে কোন কোন বিরোধী দল দাঁড়ায়, তা দেখে বিরোধী ঐক্যের একটা প্রাথমিক পরীক্ষা হয়ে যাবে। পাটনার বিরোধী বৈঠকে কংগ্রেসের সঙ্গে আপের সংঘাত শুরু হয়েছিল এর মাঝে পাওয়ার শিবির ভাঙার পর বিরোধীদের সমীকরণে বদল আসবে। সেই সমস্ত দিক খতিয়ে দেখেই পরবর্তী বৈঠকের বিষয়ে ভাবনা চিন্তা করবে বিরোধী শিবির।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version