Friday, November 28, 2025

দেশ সবার আগে! রাশিয়া-ইউক্রেনের সঙ্গে ‘সুসম্পর্ক’ বজায় রাখার পক্ষে সওয়াল জয়শংকরের  

Date:

Share post:

সবার আগে দেশ। তার পরে সবকিছু। রাশিয়া (Russia), ইউক্রেন (Ukraine) যুদ্ধের আবহে একথা স্পষ্ট করে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আমেরিকা সফর নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। তারপরই কেন্দ্র দাবি করছে, নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ক এখন কোন অবস্থায় রয়েছে সেটা নমোর আমেরিকা সফর দেখেই বোঝা যাচ্ছে। এরপরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে নেহরু জমানার রুশ বাঁধন কি তবে ধীরে ধীরে আলগা হচ্ছে? এর পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে (Ukraine) বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া (Russia)। যার জেরে আন্তর্জাতিক রাজনীতিতে জটিল হতে থাকে সমীকরণ। এরপরই পরিস্থিতি বুঝে ওয়াশিংটন (Washington) ও মস্কোর (Mosco) মধ্যে সুসম্পর্ক রক্ষার খেলায় ময়দানে নামে নয়াদিল্লি। তবে, এখনও রাশিয়া থেকে অশোধিত তেল আমদানি হয় ভারতে। আর তা নিয়েই প্রবল আপত্তি জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমের দেশগুলি। এদিকে পুতিন প্রশাসনের ‘আগ্রাসনের’ নিন্দা করার জন্য মোদি সরকারের উপর লাগাতার চাপ সৃষ্টি করেছে আমেরিকাও। কিন্তু নিজেদের অবস্থানেই অনড় দিল্লি।

পাশাপাশি হোয়াইট হাউসকে (White House) স্পষ্টভাবে নয়া দিল্লি জানিয়ে দিয়েছে, আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বাড়ার অর্থ কোনওভাবেই পুরনো বন্ধুর সঙ্গে বিচ্ছেদ নয়। এই বিষয়ে সোমবার বিদেশমন্ত্রী জয়শংকর বলেন, এতদিন পশ্চিমের দেশগুলিকেই রাশিয়ার বাণিজ্য সহযোগী হিসাবে মনে করা হত। তবে ইউক্রেন যুদ্ধের পর সেই রাস্তা বন্ধের মুখে। আর সেকারণেই এবার এশিয়ার দিকে নজর দিয়েছে রাশিয়া। তবে বিশ্লেষকদের একাংশের মতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও চেয়েছেন ইউক্রেনকে সমর্থনের পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে ভারত তার অবস্থান স্পষ্ট করুক। তবে ভারত তা করেনি। পাশাপাশি একবছর কেটে গেলেও ভারত একবারও রুশ আগ্রাসনের নিন্দা করেনি।

 

 

spot_img

Related articles

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...