Saturday, May 3, 2025

দেশ সবার আগে! রাশিয়া-ইউক্রেনের সঙ্গে ‘সুসম্পর্ক’ বজায় রাখার পক্ষে সওয়াল জয়শংকরের  

Date:

Share post:

সবার আগে দেশ। তার পরে সবকিছু। রাশিয়া (Russia), ইউক্রেন (Ukraine) যুদ্ধের আবহে একথা স্পষ্ট করে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আমেরিকা সফর নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। তারপরই কেন্দ্র দাবি করছে, নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ক এখন কোন অবস্থায় রয়েছে সেটা নমোর আমেরিকা সফর দেখেই বোঝা যাচ্ছে। এরপরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে নেহরু জমানার রুশ বাঁধন কি তবে ধীরে ধীরে আলগা হচ্ছে? এর পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে (Ukraine) বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া (Russia)। যার জেরে আন্তর্জাতিক রাজনীতিতে জটিল হতে থাকে সমীকরণ। এরপরই পরিস্থিতি বুঝে ওয়াশিংটন (Washington) ও মস্কোর (Mosco) মধ্যে সুসম্পর্ক রক্ষার খেলায় ময়দানে নামে নয়াদিল্লি। তবে, এখনও রাশিয়া থেকে অশোধিত তেল আমদানি হয় ভারতে। আর তা নিয়েই প্রবল আপত্তি জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমের দেশগুলি। এদিকে পুতিন প্রশাসনের ‘আগ্রাসনের’ নিন্দা করার জন্য মোদি সরকারের উপর লাগাতার চাপ সৃষ্টি করেছে আমেরিকাও। কিন্তু নিজেদের অবস্থানেই অনড় দিল্লি।

পাশাপাশি হোয়াইট হাউসকে (White House) স্পষ্টভাবে নয়া দিল্লি জানিয়ে দিয়েছে, আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বাড়ার অর্থ কোনওভাবেই পুরনো বন্ধুর সঙ্গে বিচ্ছেদ নয়। এই বিষয়ে সোমবার বিদেশমন্ত্রী জয়শংকর বলেন, এতদিন পশ্চিমের দেশগুলিকেই রাশিয়ার বাণিজ্য সহযোগী হিসাবে মনে করা হত। তবে ইউক্রেন যুদ্ধের পর সেই রাস্তা বন্ধের মুখে। আর সেকারণেই এবার এশিয়ার দিকে নজর দিয়েছে রাশিয়া। তবে বিশ্লেষকদের একাংশের মতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও চেয়েছেন ইউক্রেনকে সমর্থনের পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে ভারত তার অবস্থান স্পষ্ট করুক। তবে ভারত তা করেনি। পাশাপাশি একবছর কেটে গেলেও ভারত একবারও রুশ আগ্রাসনের নিন্দা করেনি।

 

 

spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...