Monday, August 11, 2025

ভাইপো অজিতের বিদ্রোহের পর ৩ নেতাকে বহিষ্কার করলেন শরদ পাওয়ার

Date:

Share post:

এনসিপি(NCP) ছেড়ে এনডিএ-তে যোগ দিয়েছেন শরদ পাওয়ারের(Sharad Pawar) ভাইপো অজিত পাওয়ার(Ajit Pawar)। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ায় তিন এনসিপি নেতাকে বহিষ্কার করলেন দলের সভাপতি শরদ পাওয়ার। যে ৩ নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁরা হলেন মুম্বই ডিভিশনালের এনসিপি প্রধান নরেন্দ্র রাঠোর, সেই দলের আকোলা সিটি জেলা প্রধান বিজয় দেশমুখ এবং শিবাজীরাও গারজে। এর পাশাপাশি অজিত-সহ নয় বিধায়েকের পদ খারিজের দাবি জানিয়েছে এনসিপির শৃঙ্খলারক্ষা কমিটি।

রবিবার দুপুরে হঠাৎ অনুগামিদের সঙ্গে নিয়ে রাজভবন যান অজিত পাওয়ার। সেখানেই শিন্ডে-বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত। তার সঙ্গেই শপথ নেন আট এনসিপি বিধায়ক। তাঁরা হলেন, ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাটিল, অদিতি টাটকারে, ধনঞ্জয় মুন্ডে, হাসান মুশারিফ, ধরমরাজ বাবারাও আতরাম, সঞ্জয় বাঁসোদে এবং অনিল ভাইদাস পাটিল। এদিকে অজিতের দাবি, এনসিপির ৫৩ জন বিধায়কের মধ্যে ৪৩ জনের সমর্থন রয়েছে তাঁর কাছে। বস্তুত, দলত্যাগ আইনের হাত থেকে রেহাই পেতে অজিতের প্রয়োজন ৩৬ জন বিধায়কের সমর্থন। অজিত এ-ও জানিয়েছেন, এনসিপিতে কোনও ভাঙন ঘটেনি। আগামী সব নির্বাচনে তাঁরা এনসিপি-র নাম এবং প্রতীক ব্যবহার করবেন।

এদিকে এই ঘটনার পর শরদ পাওয়ার জানান, “যা ঘটেছে তাতে বিব্রত হওয়ার কিছু নেই। এটা নতুন কিছু নয়। ১৯৮০ সালে আমাদের ৫৮ জন বিধায়ক ছিলেন। তার পর সবাই ছেড়ে গিয়েছিলেন। শুধুমাত্র ছ’জন বিধায়ক ছিলেন। তার পরও ঘুরে দাঁড়িয়েছিলাম। যাঁরা আমায় ছেড়ে গিয়েছিলেন, তাঁরা তাঁদের কেন্দ্রে হেরে গিয়েছিলেন।” এছাড়াও তিনি বলেন, “এটা গুগলি নয়, ডাকাতি। যাঁরা দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করেছেন এবং শপথ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।” সোমবারই সেই পদক্ষেপ শুরু করে দিলেন পাওয়ার।

spot_img

Related articles

প্রয়াত বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা (Kripasindhu Saha)। সোমবার চুঁচুড়ায় (Chuchura) তাঁর বাসভবন 'কুঁড়েঘর'-এ শেষ...

অভিমন্যুকে ভারতীয় দলে দেখতে চান সৌরভ

ভারতীয় দলে আবারও এক বাঙালি ক্রিকেটারকে নেওয়ার দাবী জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একসময় ঋদ্ধিমান...

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক। শালবনিতে (Shalboni) ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...