Thursday, August 21, 2025

লাল-হলুদ জার্সি গায়ে মার্টিনেজ, অনুষ্ঠানে ইস্ট-মোহনের লোগো বিভ্রাট

Date:

গতকাল বিকেলে শহরে পৌঁছেছেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার তেমন কোন কর্মসূচি না থাকলেও, মঙ্গলবার থেকে ঠাসা কর্মসূচি এমির। সেই মতই সকালে মিলনমেলার অনুষ্ঠানে যোগ দেন ‘দিবু’। এদিন প্রথম কলকাতাবাসীর সামনে এলেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্তাইন গোলরক্ষককে দেখতে ভিড় করেন সমর্থকরা। কিন্তু সেখানেই কাটল তাল। তারকা গোলরক্ষককে দেখতে যেমন বিশৃঙ্খলা তেমনই দুই ক্লাবের লোগোর বিভ্রাট।

এদিন মিলনমেলার অনুষ্ঠান ছিল মার্টিনেজের সঙ্গে সমর্থকদের আলাপ, গল্পের অনুষ্ঠান। যেখানে উদ্যোক্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবগান কর্তারা। সেখানে মার্টিনেজের সঙ্গে ছবি তোলেন তারা। কিন্তু সেই সময় হয়ে গেল মারাত্মক একটা ভুল। সেই সময় জায়েন্ট স্ক্রিনে দুই ক্লাবের যে লোগো দেখা গেল তা নিয়েই শুরু হল বিতর্ক। ইস্টবেঙ্গলের কর্তাদের সামনেই দেখা গেল জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে, এসসি ইস্টবেঙ্গলের লোগো। যেখানে দু’বছর আগেই শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে লাল-হলুদের। তবে কেন এই লোগো ব্যবহার করা হল? প্রশ্ন উঠেছে মোহনবাগানের লোগো নিয়েও। মোহনবাগানের নামের আগে থেকে উঠে গিয়েছে এটিকে। গতকালই মোহনবাগানের পক্ষ থেকে নতুন লোগো প্রকাশ করা হয়েছে। তবে কেন ব্যবহার করা হল পুরনো লোগো? প্রশ্ন তুলছেন সমর্থকরা। যদিও এই নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।

এদিকে মিলনমেলায় অনুষ্ঠানে লাল-হলুদ জার্সি পরেন এমিলিয়ানো। তাঁর মুখে শোনা যায়, ‘জয় ইস্টবেঙ্গল’ স্লোগান। যা শুনে উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকেরা। এর পর মঞ্চে শুরু হয় বিশৃঙ্খলা। মার্টিনেজের সঙ্গে ছবি তুলতে ভিড় জমান প্রাক্তন ফুটবলাররা।  মঞ্চের সামনে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ব্যারিকেড টপকে অনেকে ঢুকে পড়তে থাকেন।

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...
Exit mobile version