Thursday, November 13, 2025

প্রেমের ডাকে সাড়া দিয়ে উপহার হাতে পৌঁছে ছিলেন যুবক। তার জেরে সর্বস্ব খুইয়ে রক্তাক্ত অবস্থায় তাঁর ঠাঁই হয়েছে হাসপাতালের বেডে। প্রেমিকার আবদার মেনে দামি উপহার নিয়ে দেখা করতে গিয়েছিলেন যুবক। হঠাৎই মাথায় ধারালো অস্ত্রের আঘাত। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান প্রেমিক। জ্ঞান ফিরলে নিজেকে হাইওয়ের ধারে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখেন তিনি। বেপাত্তা তথাকথিত প্রেমিকা ও তাঁর সঙ্গীরা। মহারাষ্ট্রের (Maharastra) শাহাপুরের ঘটনা।

বালাজি শিবভগত নামে ওই যুবক শাহাপুরের বাসিন্দা। পেশায় নির্মাণ ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, শাহাপুরের বাসিন্দা এক যুবতী ভাবিকা ভৈরের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে ছিলেন বালাজি। পুলিশকে (Police) তিনি জানান, ২৮ জুন ভবিকার আবদার মেনে সোনার দুল, সোনার বালা, সোনার নূপুর, নতুন শাড়ি, নতুন বর্ষার জুতো এবং নতুন ছাতা কিনে সেখানে হাজির হন বালাজি। তাঁর বয়ান অনুযায়ী, তিনি যখন গাড়ি নিয়ে সেখানে পৌঁছন, তখন ভবিকা তাঁর গাড়িতে ওঠেন। তাঁর হাত থেকে সমস্ত উপহার নেন প্রেমিকা। অভিযোগ, তার পরেই গাড়িতে ওঠেন চার যুবক। বালাজিকে একপাশে সরিয়ে এক জন গাড়িটি চালাতে শুরু করেন। সেই সময় কেউ এক জন ভারী চপার দিয়ে ওই যুবককের মাথায় আঘাত করেন।
পুলিশ জানায়, অজানা জায়গায় নিয়ে গিয়ে রাতভর শারীরিক অত্যাচার করা হয় ওই যুবকের উপর। ভোর ৫টা নাগাদ শাহাপুর হাইওয়েতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ফেলে চোখে লঙ্কা গুঁড়ো ঢেলে দিয়ে পালিয়ে যান ভাবিকা এবং তাঁর সঙ্গীরা।

বালাজির অভিযোগ, তাঁর মোবাইল, ২টি সোনার চেন, আঙুলের ৬টি আংটি এবং সঙ্গে থাকা নগদ টাকা সব কেড়ে নেন ভাবিকা ও তাঁর সঙ্গীরা। ২৯ জুন ভোরে স্থানীয়দের সাহায্য নিয়ে এক বন্ধুকে ফোন করেন বালাজি। পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে গুরুতর জখম বালাজিকে উদ্ধার করেন ওই বন্ধু। তবে, বেপাত্তা ভাবিকা-সহ তাঁর সঙ্গীরা। এখন আক্ষরিক অর্থেই প্রেমের জ্বালায় জ্বলছেন যুবক।

 

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version