ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির প্রধান হলেন অজিত আগরকর

পশ্চিমাঞ্চল থেকে এখন জাতীয় নির্বাচক রয়েছেন প্রাক্তন জোরে বোলার সলিল আঙ্কোলা। আগরকার প্রধান নির্বাচক হিসাবে মনোনিত হওয়ায় পশ্চিমাঞ্চল থেকে দু’জন থাকলেন জাতীয় নির্বাচক হিসাবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির প্রধান হলেন অজিত আগরকর। ভারতের এই প্রাক্তন অলরাউন্ডারকে মঙ্গলবার মুখ্য নির্বাচক হিসাবে নিয়োগ করার কথা ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘সুলক্ষণা নায়েক, অশোক মলহোত্র এবং যতীন পরাঞ্জপের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ‌ইন্টারভিউয়ের মাধ্য়মে নির্বাচক কমিটির চেয়ারম্যানকে বেছে নিয়েছে। সর্বসম্মতিক্রমে অজিত আগরকরের নাম বিবেচিত হয়েছে।’’

পশ্চিমাঞ্চল থেকে এখন জাতীয় নির্বাচক রয়েছেন প্রাক্তন জোরে বোলার সলিল আঙ্কোলা। আগরকার প্রধান নির্বাচক হিসাবে মনোনিত হওয়ায় পশ্চিমাঞ্চল থেকে দু’জন থাকলেন জাতীয় নির্বাচক হিসাবে। ৪৫ বছরের প্রাক্তন ক্রিকেটার দেশের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি এক দিনের ম্যাচ এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মুম্বইয়ের হয়ে দীর্ঘ দিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।