Monday, November 10, 2025

দেগঙ্গায় নি.হত তৃণমূল কর্মীর স্কুল পড়ুয়া ছেলে! ফোন করে কড়া ব্যবস্থার আশ্বাস রাজ্যপালের

Date:

হাতে আর মাত্র কিছু সময়। তারপরই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর সেই নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্যের একাধিক প্রান্তে অশান্তির চেষ্টায় বিরোধীরা। এবার দেগঙ্গায় (Deganga) বোমাবাজির বলি এক স্কুল পড়ুয়া। জানা গিয়েছে, তৃণমূল কর্মীর (TMC) স্কুল পড়ুয়া ছেলেকে বোমা মেরে খুনের অভিযোগে রীতিমতো অগ্নিগর্ভ এলাকা। ইতিমধ্যে, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এরমধ্যেই বুধবার দেগঙ্গার ঘটনায় স্কুল ছাত্রর পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। পাশাপাশি এদিন পরিবারের পাশে থাকারও বার্তা দিয়েছেন সিভি আনন্দ বোস। তবে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এদিন আশ্বাস দেন রাজ্যপাল বোস। জানা গিয়েছে, এদিন নিহত কিশোরের বাবা ও কাকার সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। প্রয়োজনে আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

এদিকে নিহত কিশোরের বাবা জানিয়েছেন, রাজ্যপাল বলেছেন কোনও সাহায্যের প্রয়োজন হলে জানাতে। যদি এখন প্রয়োজন পড়ে বলবে, তা না হলে মানসিক পরিস্থিতি ঠিক হলে পরে ফোন করে জানাতে। তবে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তপ্ত দেগঙ্গা। এক তৃণমূল কর্মীর নাবালক ভাইপোকে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে। অভিযোগের তির আইএসএফ (ISF), সিপিএমের (CPIM) দিকে। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে নাবালকের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন রাজ্যপালও। জানা গিয়েছে, রাজভবন থেকেই নিহতের পরিবারের নম্বর জোগাড় করে নাবালকের বাবা ও কাকার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। কিশোর কী করত, কীভাবে ওই নাবালকের মৃত্যু হল তা ফোন করে জানতে চান রাজ্যপাল।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরে মিছিল করে গ্রামে ফিরছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থকরা। সেই সময় আইএসএফ কর্মীরা নির্দল প্রার্থীর সমর্থনে মিছিল করে যাচ্ছিল। ওইসময়েই তৃণমূল কর্মীদের মিছিল লক্ষ্য করে বোমা, গুলি ছোড়া হয়। সেখানেই ছিল একাদশ শ্রেণির ছাত্র ইমরান। বোমা এবং গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তাকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ইমরানের বাবা তৃণমূলের কর্মী। সেইজন্যই তাকে বোমা মেরে খুন করা হয়েছে।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version