Tuesday, August 26, 2025

আদি.বাসী যুবকের সঙ্গে চরম অস.ভ্যতা বিজেপি নেতার! তীব্র নি.ন্দার মুখে পদক্ষেপ মধ্যপ্রদেশ সরকারের

Date:

প্রকাশ্যে বিজেপির (BJP) আদিবাসী প্রীতি। সম্প্রতি মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এমনই এক ছবি সামনে এসেছে। আর যা দেখে স্পষ্ট দলিত সমাজের উপর বিজেপির দৃষ্টিভঙ্গি সেই মান্ধাতা আমলেই পড়ে রয়েছে। এবার অসভ্যতার সব সীমা ছাড়িয়ে গেলেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা (BJP Leader)। সম্প্রতি ঘটনার কথা জানাজানি হতেই মুখ পুড়ল গেরুয়া শিবিরের। মধ্যপ্রদেশের সিধি জেলার ঘটনা। সিধির বিধায়ক পন্ডিত কেদারনাথ শুক্লার প্রাক্তন সহযোগী প্রবেশ শুক্লার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওতে প্রবেশকে নেশাগ্রস্ত অবস্থায় মানসিকভাবে বিকৃত এক আদিবাসী যুবকের উপর মূত্রত্যাগ করতে দেখা যায়। তবে অভিযুক্ত বিজেপি নেতার দাবি, তিনি এমন কিছুই করেননি। ভিডিওটি পুরোপুরি মিথ্যা। তবে ইতিমধ্যে দলিত যুবকের গায়ে মূত্রত্যাগের অপরাধে গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। তবে আদিবাসী সম্প্রদায়ের উপর এমন অত্যাচারের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস (TMC) সহ বিরোধীরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলার আদিবাসী প্রতিমন্ত্রী তথা জঙ্গলকন্যা বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) বলেন, এমন বিজেপি নেতাদের ধিক্কার জানাই। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিজেপি নেতাদের মুখে লাগাতার আদিবাসী প্রীতির কথা শোনা গেলেও আদপে তার আসল ছবি সামনে এল। এছাড়াও এদিন বীরবাহা রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রসঙ্গ তুলে মনে করিয়ে দেন তাঁর প্রতি বিজেপি নেতার অভব্যতার কথা।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত এই ব্যক্তি সিধি জেলার একটি বাজারে বসে ছিলেন। তখনই প্রবেশ শুক্লা মদ্যপ অবস্থায় ওই ব্যক্তির গায়ে-মুখে প্রস্রাব করেন। জানা গিয়েছে, প্রবেশ শুক্লা প্রাক্তন বিধায়কের প্রতিনিধি ছিলেন এবং বর্তমানে তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী। ঘটনা প্রসঙ্গে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) এই জাতীয় নিরাপত্তা আইনের অধীনে মামলা দায়ের করার কথা বলেছেন। পাশাপাশি পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইপিসি ৩২৩, ১২৩, ২৯৪, ৫০৬ এবং NSA ধারায় মামলা দায়ের করেছে। তবে ঘটনার পরই নড়েচড়ে বসে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। নিজেদের দোষ ঢাকতে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে সেই রাজ্যের সরকার।

এদিকে বিজেপি নেতার এমন অভব্য আচরণের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছেন বিরোধীরা। আর বিজেপি নেতাকে গ্রেফতার প্রসঙ্গে, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিসিসি প্রধান কমলনাথ (Kamal Nath) একটি বিবৃতি জারি করে বলেছেন যে এই ঘটনাটি সমগ্র রাজ্যের পক্ষে লজ্জাজনক। তিনি বলেন, রাজ্যের সিধি জেলার এক আদিবাসী যুবকের উপর বিজেপি নেতার মূত্রত্যাগের নৃশংস ভিডিও সামনে এসেছে। আদিবাসী সমাজের ওপর এমন জঘন্য কাজ যে বা যারা করে থাকেন তাদের সভ্য সমাজে তাদের কোনও স্থান নেই। অন্যদিকে, বিএসপি সুপ্রিমো মায়াবতী (Mayawati) বলেন, এই বিষয়ে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের উচিত সেই অপরাধীর বিরুদ্ধে কেবল NSA নয়, তার সম্পত্তি বাজেয়াপ্ত করে বুলডোজার দিয়ে তা গুঁড়িয়ে দেওয়া উচিত। এমন ঘটনা দেশের কাছে অত্যন্ত লজ্জার।

 

 

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version