Thursday, August 21, 2025

আমেরিকায় এবার ক্যা.নসার আক্রান্ত কৃষ্ণাঙ্গ মহিলাকে মাটিতে ফেলে নিগ্র.হ পুলিশের

Date:

ফের একবার জর্জ ফ্লয়েড স্মৃতি ফিরে এলো আমেরিকার(America) মাটিতে। ক্যানসার আক্রান্ত এক মহিলাকে মাটিতে ফেলে নিগ্রহ করল মার্কিন পুলিশ। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। জানা যাচ্ছে ঘটনাটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার। ওই মহিলার মুখে গোলমরিচও স্প্রে করে অভিযুক্ত ওই মার্কিন পুলিশ(American Police)।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পুলিশ অফিসার এক ব্যক্তির হাতে হাতকড়া পরাচ্ছেন। এক মহিলাকে দেখা যাচ্ছে গোটা ঘটনাটি রেকর্ড করতে। এরপরই একজন পুলিশ তেড়ে যান মহিলার দিকে। দেখা যায় তাঁকে ধরে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে মাটিতে। পরে স্প্রে ব্যবহার করে মহিলার মুখে গোলমরিচ ছিটিয়েও দেওয়া হয়। মহিলাকে দেখা যায়, চেঁচিয়ে প্রতিবাদ করতে। অন্যদিকে হাতকড়া পরানো ব্যক্তিও চেঁচিয়ে বলতে থাকেন, “ওকে ওভাবে মেরো না।” মহিলা ক্যানসার আক্রান্ত বলেও দাবি করেন গ্রেফতার হওয়া ব্যক্তি। যাঁকে গ্রেফতার করা হয়েছিল তিনি কৃষ্ণাঙ্গ মহিলার স্বামী বলেই জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, এই ঘটনাটি গত ২৪ জুনের। যে পুলিশ অফিসারকে ভিডিওয় মহিলাকে নিগ্রহ করতে দেখা গিয়েছে, তিনি লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফের ডেপুটি। প্রশ্ন উঠেছে, পুলিশের ভিডিও তোলা যেখানে বেআইনি নয়, সেখানে কেন ওই মহিলার সঙ্গে এমন আচরণ করা হল। ভিডিওয় আরেক মহিলাকে চিৎকার করতে দেখা গিয়েছে। এটা পরিষ্কার নয়, জর্জ ফ্লয়েডের মতো এক্ষেত্রেও অভিযুক্ত অফিসার কৃষ্ণাঙ্গ মহিলার গলা হাঁটু দিয়ে চেপে দিয়েছিলেন কিনা। তবে ওই মহিলার দাবি, তিনি শুনতে পেয়েছিলেন “শ্বাস নিতে পারছি না” বলে চিৎকার করছিলেন আক্রান্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত দুই আধিকারিককেই ফিল্ড ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version