সংগঠনে নয়, কুৎসায় বড্ড বেড়েছে সিপিএম: তী.ব্র আ.ক্রমণ তৃণমূল সুপ্রিমোর

“বিজেপির পৃষ্ঠপোষকতায় সিপিএমটা বড্ড বাড় বেড়েছে। সংগঠনের দিক থেকে নয়, দৃশ্য দূষণ, শব্দ দূষণে কুৎসায় বেড়েছে। কুৎসা আর বাজে বাজে মুখের ভাষায় বড্ড বাড়বাড়ন্ত হয়েছে। সিপিএম (CPIM) আমলে চোখের সামনে একের পর এক ঘটনা দেখেছি৷” মঙ্গলবার এক বেসরকারি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই সিপিআইএমকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

বাম আমলের অপশাসনের প্রসঙ্গ তোলেন মমতা। সেই সময়কার কথা স্মরণ করে বর্তমান তৃণমূল সভানেত্রী বলেন, “আমরা যখন কংগ্রেস করতাম, কংগ্রেস কর্মীদের হাত কেটে নেওয়া হত, যাতে ‘হাত’ চিহ্নে ভোট দিতে না পারে। আমরা সিঙ্গুর, নন্দীগ্রাম কিছুই ভুলিনি।” মমতার কথায়, “বামপন্থীদের কিছু মানুষ এতদিন ঘুমিয়ে ছিলেন, এখন হঠাৎ জেগে উঠেছেন। একবার ভেবে দেখুন কাদের সমর্থন করছেন।”

সিপিএমের পাশাপাশি এদিন আইএসএফের বিরুদ্ধেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি-র আর্থিক মদতে পুষ্ট হয়েই তৈরি হয়েছে আইএসএফ৷ তাদের লোগোটা পর্যন্ত বিহারের একটি দল থেকে নেওয়া। আইএসএফকে তিনি এক ফোঁটাও গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়ে দেন মমতা।

আরও পড়ুন- রাজ্যে হবে সার কারখানা, সিঙ্গুরে এগ্রো-ইন্ডাস্ট্রি: বাংলায় শিল্পোন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর