Monday, November 3, 2025

এই মরসুম শেষ। বিশ্রী পারফরম্যান্স দেখিয়েই আপাতত থেমেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। আগামী মরসুমের জন্য ইস্টবেঙ্গলের স্কোয়াড তৈরির ভার উঠেছে থংবোই সিংটোর(Thongboi Singto) হাতে। মে মাসের শুরুতেই রিয়াদে(Ryad) পৌঁছলেন থংবোই সিংটো(Thongboi Singto)। আর সেই খবর শোনার পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। তবে কি এবার সৌদি থেকে ফুটবলার আনতে চলেছে ইস্টবেঙ্গল। থংবোইয়ের রিয়াদ যাওয়ার পর এমন জল্পনা শুরু হওয়াটাই স্বাভাবিক।

না কোনও ফুটবলার আনার জন্য জন্য এবার রিয়াদে জাননি থংবোই সিংটো(Thongboi Singto)। এএফসি(AFC) চ্যালেঞ্জ কাপ থেকে এসিএল-২, এফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তার আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে ইস্টবেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছেন থংবোই সিংটো। এবার যেহেতু এএফসি চ্যালেঞ্জ লিগে খেলেছে ইস্টবেঙ্গল, সেই কারণেই নিয়ম মাফিক তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে। আর সেখানেই থংবোই সিংটোকে পাঠানোর সিদ্ধান্ত লাল-হলুদ ম্যানেজমেন্টের।

এবার আইএসএল শেষ হওয়ার পরই থংবোই সিংটোকে দলের ফুটবল হেড করে নিয়েছে এসেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আসন্ন মরসুমের দল গড়ার জন্য তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সুপার কাপের সময় ওড়িশায় বেশ কয়েকটা দিন কাটিয়ে এসেছেন তিনি। সেইসঙ্গে ম্যানেজমেন্টের কাছে একটা তালিকাও তুলে দিয়েছেন থংবোই সিংটো। এবার তিনি রিয়াদে গিয়েছেন।

আর সেটা নিয়ে জল্পনাটা বাড়াটাই স্বাভাবিক। অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে গেলেও, সেখানে তাঁর ফুটবলার স্কাউটিংয়েরও একটা পরিকল্পনা রয়েছে বলে শোনাযাচ্ছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version