মহারাষ্ট্রের মহা-নাটকে আজ ‘পাওয়ার’ফুল বৈঠক!

সকাল ১১ টা নাগাদ অজিত পওয়ার তাঁর সমর্থনে থাকা বিধায়কদের নিয়ে বান্দ্রায় মুম্বই এডুকেশন ট্রাস্টে বৈঠকে বসবেন।

বছরখানেক আগের উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও একনাথ শিন্ডের (Eknath Shinde) লড়াইয়ের স্মৃতি ফিরল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party) অন্দরে। এবার বিজেপি-শিবসেনা শিবিরে নাম লিখিয়েছেন এনসিপি(NCP) নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)। অন্যদিকে এখনও কতটা ক্ষমতা আছে শরদ পাওয়ারে (Sarad Pawar) হাতে সেটা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে যায়।তাই এবার এনসিপির ক্ষমতা বুঝে নিতে দুই পাওয়ার শিবিরে বৈঠক। আজ, বুধবার একদিকে যেমন বৈঠক করতে চলেছেন শরদ পাওয়ার (Sarad Pawar), অন্যদিকে নিজের শিবিরের বিধায়কদের নিয়ে বৈঠকে অজিত পাওয়ারও (Ajit Pawar)।

মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির মোট ৫৩ জন বিধায়ক রয়েছে। ইতিমধ্যেই শরদ পাওয়ারের শিবিরের তরফে অজিত ছাড়া বাকি সকল সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে দল বিরোধী আইনে অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে। এখন নিজের বিধায়ক পথ বাঁচাতে অজিত পাওয়ারকে অন্তত ৩৬ জন বিধায়কের সম্মতি প্রমাণ করতে হবে। আজ শরদ পাওয়ারের শিবির দক্ষিণ মুম্বইয়ে ওয়াইবি চভন সেন্টারে দুপুর ১টায় বৈঠক ডেকেছে। অন্যদিকে, তার ঘন্টা দুয়েক আগেই অর্থাৎ সকাল ১১ টা নাগাদ অজিত পওয়ার তাঁর সমর্থনে থাকা বিধায়কদের নিয়ে বান্দ্রায় মুম্বই এডুকেশন ট্রাস্টে বৈঠকে বসবেন। এখন বৈঠকে উপস্থিত বিধায়কের সংখ্যায় প্রমাণ দেবে NCP এর ‘ পাওয়ার ‘ থাকছে কার হাতে।

 

 

Previous articleপাহাড়-জঙ্গলমহলে উস্কা.নি দিয়ে জা.তি-সংঘ.র্ষ বাধানোর চক্রা.ন্ত করছে বিজেপি: মমতা
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ