Wednesday, August 27, 2025

মণিপুর নিয়ে মোদি সরকারকে ধুইয়ে দিলেন অভিষেক, স্বরাষ্ট্র-কমিটির বৈঠক থেকে Walkout তৃণমূলের

Date:

মণিপুর নিয়ে মোদি সরকারকে ধুইয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস-এ তিনি বলেন, “খুব দুঃখজনক ছবি আসছে কদিন ধরে। প্রধানমন্ত্রী গত ৩ মাসে কিছু বলেননি। তিনি আমেরিকা-মিশন-অস্ট্রেলিয়া বেড়াতে যাচ্ছেন। মধ্যপ্রদেশে ডান্ডিয়া দেখতে যাচ্ছেন“

এদিন মণিপুরের (Manipur) হিংসা প্রসঙ্গে BJP ডবল ইঞ্জিন সরকারের তত্ত্বকেও তুমুল কটাক্ষ করেন অভিষেক। তাঁর কথায়, ডবল ইঞ্জিন সরকারের কী হল? তার মানে সেই সরকার এই হিংসা থামাতে পারছে না। মহারাষ্ট্রে একটা সরকারকে নিয়ে কত কিছু করছে। অথচ মণিপুরের দিকে তাকাচ্ছে না। তারা ভাবছে ছোট রাজ্য। না ভাবলেও চলে। “সেভেন সিস্টার ২ গুজরাটির মাথা নামিয়ে দেবে”।

মণিপুর হিংসা নিয়ে আলোচনাও চায় না বিজেপি। তাই একের পর এক চিঠি লিখে আবেদন করা সত্ত্বেও টানা দুই মাস ধরে চলা মণিপুর হিংসা নিয়ে আলোচনায় রাজি না হওয়ায় স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক থেকে বৃহস্পতিবার, ওয়াক আউট করে তৃণমূল ও কংগ্রেস সাংসদ। শুধু তাই নয়, সূত্রের খবর, বিরোধীরা বারবার দাবি জানানো সত্ত্বেও ওই স্থায়ী কমিটির সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজলাল মণিপুর নিয়ে পুর জুলাই মাসেই আলোচনার দাবি নাকচ করে দিয়েছেন। মণিপুর নিয়ে আলোচনা না হলে জুলাই মাসে সংসদ বিষয়ক স্থায়ী কমিটির কোনও বৈঠকেই আর অংশগ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন ওয়াক আউট করা সাংসদরা। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন এবং কংগ্রেসের রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিং সঙ্গে ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

এই প্রসঙ্গে অভিষেক বলেন, ওদের কিছু বলার নেই বলেই আলোচনা করেননি। ছোট বলে উত্তর-পূর্বের রাজ্যের দিকে নজর দেয় না কেন্দ্রের বিজেপি সরকার। মোদি আমেরিকা, মিশর-অস্ট্রেলিয়া যাচ্ছেন। গত সপ্তাহেই মধ্যপ্রদেশের ডান্ডিয়া দেখতে গিয়েছেন, অথচ মণিপুরে যাওয়ার সময় হয়নি- অভিযোগ অভিষেকের।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version