Saturday, May 3, 2025

বৃহস্পতিবারই ছিল পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) শেষ দিনের প্রচার। আর শেষ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে ঝড় তোলেন তৃণমূল প্রার্থীরা (TMC Candidates)। সেইমতো এদিন নন্দীগ্রামেও (Nandigram) চলছিল শেষবেলার প্রচার। আর সেই প্রচারকে কেন্দ্র করেই অশান্তি ছড়ানোর অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বিরুদ্ধে। এদিন তৃণমূলের শেষবেলার প্রচার চলাকালীন গায়ের জোরে সেখানে ঢুকে পড়েন শুভেন্দু। জোর করে তৃণমূলের প্রচার ভঙ্গের কারণেই সেখানে আচমকা এসে পৌঁছয় বিরোধী দলনেতার কনভয় (Convoy)। শুভেন্দুকে দেখা মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার স্থানীয় মানুষজন। প্রচার চলাকালীন জোর করে কনভয় নিয়ে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে ‘চোর চোর স্লোগান ওঠে’। এরপরই রাগে গাড়ির জানলা থেকে মুখ বের করে বিক্ষোভকারীদের পাল্টা কিছু একটা বলতেও দেখা যায় শুভেন্দুকে।

সূত্রের খবর, বৃহস্পতিবারই নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন যে জায়গায় কুণালের সভা হচ্ছিল সেখান দিয়েই যাচ্ছিল শুভেন্দুর কনভয়। আর কনভয় দেখা মাত্রই স্থানীয়রা একেবারে মাইক হাতে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। বিষয়টি নজরে আসতেই তেলেবেগুনে জ্বলে উঠতে দেখা যায় দলবদলুকে। চলন্ত গাড়ি থেকেই এরপর স্লোগান দিতে থাকা স্থানীয়দের উদ্দেশে অশালীন শব্দ প্রয়োগ করতে দেখা যায় গদ্দারকে।

তবে দলবদলু বিজেপি নেতার অশালীন শব্দের প্রতিবাদ করেন স্থানীয়রা। তাঁরাও পাল্টা শুভেন্দুকে পাগল, ছাগল সহ একাধিক কটূক্তি করেন। এরপর কিছুক্ষণের জন্য শুভেন্দু অশান্তি পাকানোর চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। পরে পুলিশ নিরাপদে শুভেন্দুর কনভয়কে ওই জায়গা থেকে বের করে দেয়। এরপর তৃণমূল কংগ্রেস নিজেদের সভা নির্ধারিত সময়ে শেষ করে। সূত্রের খবর, এদিন বিকেলে নন্দীগ্রাম বাইপাস হয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন শুভেন্দু। সেই সময় ওই এলাকায় সভা করছিলেন মদন মিত্র, কুনাল ঘোষ, বাপ্পাদিত্য গর্গ, ঋজু বন্দ্যোপাধ্যায়, প্রিয়দর্শিনী ঘোষ-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। এরপর গাড়ি আসতে দেখেই শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। আর কথা কানে আসার পরই কমে যায় শুভেন্দুর গাড়ির গতি। মেজাজ হারান শুভেন্দু। তৃণমূল কর্মীদের উদ্দেশে হাত দেখিয়ে বলেন, সবাইকে সোজা করে দেব।

 

 

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version