Saturday, November 8, 2025

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের একদিনের ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবাল। এদিন সাংবাদিক সম্মেলন করে অবসরের কথা ঘোষণা করলেন তিনি। অবসর নেওয়ার কথা জানানোর সময় বাংলাদেশের তারকা ক্রিকেটার অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পরেন। কান্নায় ভেঙে পরেন তামিম।

নিজের অবসর নিয়ে তামিম বলেন,” এখানেই আমার যাত্রা শেষ। আমি আমার সেরাটা দিয়ে ফেলেছি। আমি সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমি সমস্ত সতীর্থ, কোচ, বিসিবি কর্তা, পরিবার-পরিজন ও তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, যারা এতবছরের যাত্রাপথে আমার পাশে থেকেছেন। আমার উপর তাঁদের আস্থা অটুট ছিল। আমি সমর্থকদেরও ধন্যবাদ জানাতে চাই। আপনাদের ভালোবাসা ও বিশ্বাস আমাকে বাংলাদেশের জন্য নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে। আমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আপনাদের প্রার্থনা কামনা করছি।”

বাংলাদেশের হয়ে ৬৯টি টেস্ট, ২৩৮ টি একদিনের ক্রিকেট এবং ৭৮টি টি-২০ ম্যাচ খেলেছেন তামিম। টেস্টে করেছেন ৫০৮৩ রান। শতরান করেছেন ১০টি। অর্ধশতরান করেছেন ৩১টি। একদিনের ক্রিকেটে ৮২২৪ রান করেন তামিম। শতরান করেছেন ১৪টি। অর্ধশতরান করেছেন ৫৬টি। টি-২০ ক্রিকেটে করেছেন ১৭৫৮ রান। এর মধ‍্যে সতরান একটি এবং ৭টি অর্ধশতরান করেন তিনি।

২০০৭ সালে ফেব্রুয়ারিতে একদিনের ক্রিকেটের হাত ধরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। সেবছরই সেপ্টেম্বরে প্রথমবার বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাঠে নামেন তিনি। ২০০৮ সালের জানুয়ারিতে প্রথমবার বাংলাদেশের টেস্ট জার্সি গায়ে তোলেন তামিম।

আরও পড়ুন:আগস্টে শুরু ডুরান্ড কাপ, খসড়া সূচি অনুযায়ী ডার্বি ১২ আগস্ট

 

 

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version