Friday, November 7, 2025

পঞ্চায়েতের দিন (Panchayet Election)বা ফল ঘোষণার সময়টুকুই নয় তার পরেও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন থাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন এবং ভোট গণনা আগামী মঙ্গলবার অর্থাৎ ১১ জুলাই। আজ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)পঞ্চায়েত নির্বাচনে অশান্তির আশঙ্কা সংক্রান্ত কথা উঠলে আদালতের পর্যবেক্ষণ, যে ভোটের পর অন্তত ১০ দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকা উচিত। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যেন তাদের অবস্থান পঞ্চায়েতের নোডাল অফিসারকে জানায় এই ব্যাপারেও স্পষ্ট নির্দেশ দেয় কোর্ট।

ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করে মামলাকারীদের আইনজীবীরা এদিন পুরনো ঘটনার প্রসঙ্গ তুলে হাইকোর্টে আবেদন করেন, ভোটের ফল ঘোষণার পরেও অন্তত ১০ দিন থেকে ২ সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী রাখা হোক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের (TS Sivagnanam) নেতৃত্বে ডিভিশন বেঞ্চ আজ শুনানি চলাকালীন জানায় যে পর্যবেক্ষকদের কিছুটা বিশ্রাম দেওয়া আবশ্যক। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন তাঁদের ফোন সবসময় খোলা থাকে এবং ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম সজাগ থাকে। প্রধান বিচারপতির নির্দেশ, পঞ্চায়েত ভোটে প্রায় ৪৪ হাজার পোলিং স্টেশন রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর অ্যাকটিভ ফোর্স যদি ৬০ হাজারের বেশি হয়, তাহলে প্রতিটি পোলিং স্টেশনে কেন্দ্রীয় বাহিনী মজুত করতে হবে। পারলে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যবস্থা করতে হবে৷

 

 

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version