Thursday, August 21, 2025

পঞ্চায়েতের দিন (Panchayet Election)বা ফল ঘোষণার সময়টুকুই নয় তার পরেও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন থাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন এবং ভোট গণনা আগামী মঙ্গলবার অর্থাৎ ১১ জুলাই। আজ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)পঞ্চায়েত নির্বাচনে অশান্তির আশঙ্কা সংক্রান্ত কথা উঠলে আদালতের পর্যবেক্ষণ, যে ভোটের পর অন্তত ১০ দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকা উচিত। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যেন তাদের অবস্থান পঞ্চায়েতের নোডাল অফিসারকে জানায় এই ব্যাপারেও স্পষ্ট নির্দেশ দেয় কোর্ট।

ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করে মামলাকারীদের আইনজীবীরা এদিন পুরনো ঘটনার প্রসঙ্গ তুলে হাইকোর্টে আবেদন করেন, ভোটের ফল ঘোষণার পরেও অন্তত ১০ দিন থেকে ২ সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী রাখা হোক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের (TS Sivagnanam) নেতৃত্বে ডিভিশন বেঞ্চ আজ শুনানি চলাকালীন জানায় যে পর্যবেক্ষকদের কিছুটা বিশ্রাম দেওয়া আবশ্যক। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন তাঁদের ফোন সবসময় খোলা থাকে এবং ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম সজাগ থাকে। প্রধান বিচারপতির নির্দেশ, পঞ্চায়েত ভোটে প্রায় ৪৪ হাজার পোলিং স্টেশন রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর অ্যাকটিভ ফোর্স যদি ৬০ হাজারের বেশি হয়, তাহলে প্রতিটি পোলিং স্টেশনে কেন্দ্রীয় বাহিনী মজুত করতে হবে। পারলে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যবস্থা করতে হবে৷

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version