Wednesday, August 27, 2025

১৭৭ জন যাত্রী নিয়ে আটলান্টা (Atlanta) থেকে সিয়াটেলের (Seattle) উদ্দেশে রওনা দিয়েছিল আলাস্কা এয়ারলাইন্সের (Alaska Airlines) একটি বিমান । ৬জন বিমানকর্মীকে মাঝ আকাশে বিমান ওড়ার সময় এক বিমানকর্মীর হাতে চিরকুট ধরিয়ে দেন ব্র্যান্ডন স্কট (Brandon Scott) নামে এক ব্যক্তি। সেখানে লেখা ছিল, “এই বিমানে বোমা রাখা আছে। আমি যা বলব সেই অনুযায়ী কাজ না হলে সবকটা বোম একসঙ্গে ফাটিয়ে দেব। তাই পাইলটের কাছে এই চিরকুট পাঠিয়ে দাও। কারণ বিমানের যাত্রীদের নিরপত্তার দায়িত্ব রয়েছে তাঁর হাতেই। আমার কথা শুনলেই সকলে প্রাণে বাঁচবে।” এরপরই বিমান নামাতে বাধ্য হন চালক। ঘটনায় প্রাথমিক ভাবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

বুধবার আটলান্টা থেকে যাত্রা শুরু করার পরেই পাইলটের কাছে বোমা মারার হুমকি দিয়ে চিরকুট আসে। এত যাত্রী থাকায় রিস্ক নিতে চাননি পাইলট। তাই সিয়াটেলের (Seattle) বদলে স্পোকোন বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন তিনি। ততক্ষণে পুলিশকে জানানো হয়েগেছিল। ব্র্যান্ডনের কথা মেনেই ঘুরিয়ে দেওয়া হয় বিমানটি। অবতরণের পরেই আটক করা হয় ব্র্যান্ডনকে। অবশ্য বিমানে তল্লাশি চালিয়েও কোনও বোমা উদ্ধার হয়নি। এরপর ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ এনে গ্রেফতার করা হয় ব্র্যান্ডনকে। স্থানীয় পুলিশের জেরায় অভিযুক্ত জানিয়েছে, সিনালোয়া কারটেল নামে একটি গোষ্ঠীর নিশানায় ছিলেন তিনি। তাই গন্তব্যে পৌঁছলেই তাঁকে খুন করা হবে এই আশঙ্কায় প্রাণে বাঁচতেই ভুয়ো তথ্য ছড়িয়েছিলেন তিনি। তদন্ত চলছে, দোষী প্রমাণিত হলে অভিযুক্তকে পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে জানা যাচ্ছে।

 

 

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version