Thursday, August 28, 2025

আসন্ন মরশুমের জন‍্য শক্তিশালী দল গড়ছে ইস্টবেঙ্গল এফসি। একাধিক ফুটবলার সই করিয়ে চমক দিচ্ছে লাল-হলুদ ক্লাব। ইস্টবেঙ্গলেই থাকতে চান নাওরেম মহেশ সিং। নিজেই এক সাক্ষাৎকারে এমনটা বললেন তিনি। লাল-হলুদের হয়ে গত মরশুমে দারুণ ফুটবল খেলে নজর কেড়েছিলেন নাওরেম মহেশ সিং। শুধু গোল করা নয়, গোল করানোর ক্ষেত্রেও দক্ষতা দেখিয়েছিলেন ইস্টবেঙ্গলের এই ফুটবলার।

জানা যাচ্ছে, ২০২৪ সাল পর্যন্ত তাঁর সঙ্গে লাল-হলুদের চুক্তি রয়েছে মহেশের। তবে ইতিমধ্যেই বেশকিছু ক্লাবের প্রস্তাবও পেয়ে গিয়েছেন ভারতীয় দলের এই তারকা ফুটবলার। নিজেই জানিয়েছেন সে কথা। তবে কোন কোন দল এখনও অবধি তাঁকে প্রস্তাব দিয়েছে তা অনশ্য জানাতে চাননি মহেশ। তবে ইস্টবেঙ্গলে যে তিনি দারুণ খুশি সেটাও জানাতে ভোলেননি জাতীয় দলের নয়া তারকা। এক সাক্ষাৎকারে মহেশ বলেন, “আমি একজন পেশাদার ফুটবলার। অন্য দলের অফার যে আমার কাছে রয়েছে, সেটা সত্যি। তবে, এই মুহূর্তে লাল-হলুদ ছাড়ার কোনও ইচ্ছে নেই।”

 

ইস্টবেঙ্গলে দারুভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন মহেশ। তাই কার্লেস কুয়াদ্রাতের দলে শুধু আগামী মরশুম নয়, আরও বেশ কিছু বছর লাল-হলুদের জার্সি গায়ে চাপিয়েই খেলতে চান মহেশ। তিনি স্পষ্ট বলেন, “দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছি। সমর্থকরাও ভালোবাসা উজাড় করে দিয়েছেন। তাছাড়া ২০২৪ সাল পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি রয়েছে। শুনেছি, ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদি চুক্তি চায়। এজেন্টের সঙ্গে নিশ্চই কথা বলবেন তাঁরা। আমি আশাবাদী, তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে।”

শুধু তাই নয়, ওড়িশা এফসি থেকে নন্দাকুমারের সঙ্গে তাঁর জুটিও বেশ ভালো হবে বলেই মনে করেন মহেশ। মহেশ বলেন, “আমাদের জুটি ক্লিক করলে দলেরই লাভ হবে। নন্দর অন্তর্ভুক্তি অবশ্যই দারুণ একটা ব্যাপার।” উল্লেখ্য, ভিসা সমস্যায় ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের ভারতে আসা পিছিয়ে গিয়েছে। তাঁর আসতে দেরি হলে, ডুরান্ডের আগে ভারতীয় স্কোয়াড নিয়েই অনুশীলন শুরু করে ফেলবে লাল-হলুদের সিনিয়র দল।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version