Tuesday, December 23, 2025

অক্ষমের অ.স্ত্র ‘লাথি’! নির্বাচনে ভরাডুবির বুঝে কমিশনের গেটে তালা শুভেন্দুর

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে হার নিশ্চিত বুঝে নির্বাচন কমিশনের(Election commission) সামনে গিয়ে রীতিমত হম্বিতম্বি করতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari)। নিজেদের অক্ষমতাকে ঢাকতে হিংসার অভিযোগ তুলে সরব হলেন তিনি। যদিও মাত্র কয়েকটি বুথ ছাড়া বাকি গোটা রাজ্যে শান্তিপূর্ণভাবেই হয়েছে পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। আর হিংসাস্রিত কয়েকটি বুথে হিংসা হয়েছে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলির জেরে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের গেটে লাথি মারতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতাকে। শুধু তাই নয় কমিশনের অফিসে তালাও লাগিয়ে দিলেন তিনি।

ভোট পর্ব মিটে যাওয়ার পর শনিবার সন্ধেয় হাতে কালো ব্যান্ড পরে কমিশনের অফিসে পৌঁছে যান শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে গিয়ে রীতিমতো ‘দাদাগিরি’ করতে দেখা যায় তাঁকে। কমিশনের কোলাপসেবল গেটে লাথি মারেন, জোর ধাক্কা দিতে থাকেন। এরপরই প্রতীকী তালা ঝুলিয়ে দেন তিনি। শুভেন্দু অধিকারীর দাবি, ভোটের জন্য হাই কোর্ট যা শর্ত দিয়েছিল, তার কোনও কিছু মানেনি কমিশন। আর সেই কারণেই এই বেলাগাম হিংসার ঘটনা ঘটেছে। শুধু তাই নয় ভোটগণনার দিন অর্থাৎ আগামী মঙ্গলবার হাই কোর্টের দ্বারস্থ হবেন তিনি বলে হুঙ্কার দেন শুভেন্দু। আজকের দিনকে গণতন্ত্রের কালো দিন বলে উল্লেখ করে তাঁর দাবি, যেখানে হিংসা হয়েছে সেখানে ১৪৪ ধারা জারি।

তবে শুভেন্দু এইখানে আস্ফালনের পাল্টা শাসকদলের দাবি, আসলে নির্বাচনে হার নিশ্চিত বুঝে কমিশনের ওপর আস্ফালন করছেন বিরোধী দলনেতা। রাজ্যের ৬১ হাজার বুথে মধ্যে মাত্র সাতটি বুথে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে। শতাংশের হিসেবে যা সংখ্যাতেই আসে না। তার চেয়ে বড় কথা, যে কয়েকটি জায়গায় হিংসা হয়েছে তার প্রতিটি জায়গাতেই বিরোধীদের তরফে ইচ্ছাকৃতভাবে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই অবস্থায় অক্ষমের অস্ত্র হিসেবে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নম্বর বাড়াতে হম্বিতম্বি করছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- পর্যাপ্ত বাহিনী পাঠায়নি শাহের মন্ত্রক, অশান্তির ঘটনায় কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল

spot_img

Related articles

মানুষের জীবনের মূল্য দিতে হবে, দূষণ নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের

শীতকালে দূষণ দেশের বিভিন্ন রাজ্যেই একটা বড় সমস্যা।  মুম্বইয়ের দূষণ(Maharashtra Pollution) পরিস্থিতি নিয়ে কড়া নির্দেশ বম্বে হাইকোর্টের। দিল্লির...

আর্থিক ভাবে পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের বাড়ির জন্য নয়া উদ্যোগ রাজ্য সরকারের

আর্থিক ভাবে পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের মাথার উপর নিজস্ব ছাদ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার (West...

প্রত্যন্ত এলাকার মানুষকে শুনানির নোটিশ! হয়রানির প্রতিবাদে কমিশনে তৃণমূল

দ্বীপ এলাকার বাসিন্দাদের নির্বাচন কমিশনের শুনানির জন্য হাজির হতে হবে সরকারি দফতরে। তাও সেটা খুবই সামান্য নামের বানানের...

সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে ১৩ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতের

সামশেরগঞ্জে (Samsherganj) হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় দোষী ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা...