Sunday, August 24, 2025

অক্ষমের অ.স্ত্র ‘লাথি’! নির্বাচনে ভরাডুবির বুঝে কমিশনের গেটে তালা শুভেন্দুর

Date:

পঞ্চায়েত নির্বাচনে হার নিশ্চিত বুঝে নির্বাচন কমিশনের(Election commission) সামনে গিয়ে রীতিমত হম্বিতম্বি করতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari)। নিজেদের অক্ষমতাকে ঢাকতে হিংসার অভিযোগ তুলে সরব হলেন তিনি। যদিও মাত্র কয়েকটি বুথ ছাড়া বাকি গোটা রাজ্যে শান্তিপূর্ণভাবেই হয়েছে পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। আর হিংসাস্রিত কয়েকটি বুথে হিংসা হয়েছে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলির জেরে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের গেটে লাথি মারতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতাকে। শুধু তাই নয় কমিশনের অফিসে তালাও লাগিয়ে দিলেন তিনি।

ভোট পর্ব মিটে যাওয়ার পর শনিবার সন্ধেয় হাতে কালো ব্যান্ড পরে কমিশনের অফিসে পৌঁছে যান শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে গিয়ে রীতিমতো ‘দাদাগিরি’ করতে দেখা যায় তাঁকে। কমিশনের কোলাপসেবল গেটে লাথি মারেন, জোর ধাক্কা দিতে থাকেন। এরপরই প্রতীকী তালা ঝুলিয়ে দেন তিনি। শুভেন্দু অধিকারীর দাবি, ভোটের জন্য হাই কোর্ট যা শর্ত দিয়েছিল, তার কোনও কিছু মানেনি কমিশন। আর সেই কারণেই এই বেলাগাম হিংসার ঘটনা ঘটেছে। শুধু তাই নয় ভোটগণনার দিন অর্থাৎ আগামী মঙ্গলবার হাই কোর্টের দ্বারস্থ হবেন তিনি বলে হুঙ্কার দেন শুভেন্দু। আজকের দিনকে গণতন্ত্রের কালো দিন বলে উল্লেখ করে তাঁর দাবি, যেখানে হিংসা হয়েছে সেখানে ১৪৪ ধারা জারি।

তবে শুভেন্দু এইখানে আস্ফালনের পাল্টা শাসকদলের দাবি, আসলে নির্বাচনে হার নিশ্চিত বুঝে কমিশনের ওপর আস্ফালন করছেন বিরোধী দলনেতা। রাজ্যের ৬১ হাজার বুথে মধ্যে মাত্র সাতটি বুথে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে। শতাংশের হিসেবে যা সংখ্যাতেই আসে না। তার চেয়ে বড় কথা, যে কয়েকটি জায়গায় হিংসা হয়েছে তার প্রতিটি জায়গাতেই বিরোধীদের তরফে ইচ্ছাকৃতভাবে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই অবস্থায় অক্ষমের অস্ত্র হিসেবে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নম্বর বাড়াতে হম্বিতম্বি করছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- পর্যাপ্ত বাহিনী পাঠায়নি শাহের মন্ত্রক, অশান্তির ঘটনায় কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version