Wednesday, November 12, 2025

নন্দীগ্রামে ‘চোর চোর’ স্লোগান শুনে গাড়ির জানলা দিয়ে প্রায় বেরিয়ে আসা! ভোট শেষে শনিবার রাজ্য নির্বাচন কমিশনে দাঁড়িয়ে ভুল ইংরেজি- সব মিলিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) মোক্ষম খোঁচা দিলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আরও পড়ুন:শুভেন্দুর ‘উস্কানিমূলক’ মন্তব্য, হারের ভয়ে ‘নতুন নাটক’: কটাক্ষ কুণালের

এমনিতে রাজনৈতিক তরজায় বারবারই কুণাল ঘোষের নিশানায় থাকেন শুভেন্দু অধিকারী। নারদের এফআইআর নেমড শুভেন্দুকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব না করা নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি। এছাড়াও ‘দলবদলু’, ‘গদ্দার’, ‘ লোডশেডিং এ জেতা নেতা’- নানা বিশেষণ শোনা যায়। তবে এদিনের টুইটটা ছিল একেবারে অন্যরকম। বর্তমানে বাংলায় প্রচলিত একটি গানের লাইন তুলে শুভেন্দুকে ‘চিমটি’ কাটেন কুণাল। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) তৃণমূল মুখপাত্র লেখেন,
“ওওওও শুভেন্দু,
সোনারপুরে দাঁড়িয়ে সেদিন বললে, ‘নেতাজির জন্মভূমি সোনারপুর।’
নন্দীগ্রামে রেগে গাড়ির জানলা দিয়ে নামতে যাচ্ছিলে।
কাল বললে,’ who is you?’
তোমার কুন কুন জাগায় ব্যথা গো?
এখনই ইতিহাস, ইংরেজির টিউটর রাখো। রক্তচাপের ওষুধ খাও। আর অবশ্যই মনোবিদ দেখাও।”

এর আগেও শুভেন্দু অধিকারীর বিভিন্ন কথা নিয়ে টিপ্পনি কেটেছেন বিজেপি বিরোধী বিশেষ করে তৃণমূল নেতৃত্ব। রাস্তায় বিক্ষোভ দেখানোর সময় মহিলা পুলিশ কর্মীকে বিজেপি বিধায়কের বলা “Don’t touch my body”- শুধু রাজনৈতিক মহলেই নয়, সোশ্যাল মিডিয়াতেও নানা মিমের জন্ম দেয়। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনে দাঁড়িয়ে শুভেন্দুর “Who is you?” বলাও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার উপকরণ বলেই মনে করা হচ্ছে।

এর আগে সোনারপুর কে নেতাজির জন্মভূমি বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। নন্দীগ্রামের শেষ বেলার প্রচারে “চোর চোর” স্লোগান শুনে গাড়ির জানালা দিয়ে প্রায় বেরিয়ে আসার উপক্রম করেছিলেন স্থানীয় বিধায়ক। আর এরপর শনিবার কমিশনে দাঁড়িয়ে ইংরেজি বক্তব্য। আর সেটা ধরেই কুণালের তীব্র খোঁচা শুভেন্দুকে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version