প্রয়াত প্রাক্তন ফুটবলার লুইস সুয়ারেজ

লুইস সুয়ারেজই একমাত্র স্প্যানিশ ফুটবলার, যার ঝুলিতে রয়েছে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব। সুয়ারেজের মৃত্যুতে শোকের ছায়া বিশ্ব ফুটবলে।

0
2

ফের নক্ষত্র পতন বিশ্ব ফুটবলে। প্রয়াত স্পেনের প্রাক্তন ফুটবলার লুইস সুয়ারেজ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। লুইস সুয়ারেজই একমাত্র স্প্যানিশ ফুটবলার, যার ঝুলিতে রয়েছে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব। সুয়ারেজের মৃত্যুতে শোকের ছায়া বিশ্ব ফুটবলে।

সুয়ারেজের মৃত্যুতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে জানিয়েছে, “লুইস সুয়ারেজ মিরামোন্টেসের সব আত্মীয় ও কাছের বন্ধুদের সমবেদনা জানাচ্ছে আরএফইএফ।”

রাইট ইনসাইড অথবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেন সুয়ারেজ। ১৯৫৫ থেকে ১৯৬১ সাল—টানা ছ’বছর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে জিতেছেন একাধিক লা লিগা খেতাব। ন্যু ক্যাম্পে থাকাকালীন ১২২ ম্যাচে ৬২ গোল করেছেন তিনি। বার্সেলোনা ছাড়াও ইন্টার মিলানেও খেলেছেন সুয়ারেজ। ন’বছরে ২৫৬ ম্যাচে ৪২ গোল আছে এই কিংবদন্তির।

স্প্যানিশ ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হয় সুয়ারেজকে। তাঁর ফুটবল শৈলীর জন্য বিশ্ব ফুটবলে ‘দ্য আর্কিটেক্ট’ নামে পরিচিত ছিলেন। ১৯৬০ সালে ব্যালন ডি’ওর পুরস্কারে ভূষিত হন। ফেরেঙ্ক পুসকাস, আলফ্রেডো ডি স্টেফানোর মতো তারকাদের পিছনে ফেলে ফুটবলের সর্বোচ্চ সম্মান পান। খেলা ছাড়ার পর স্পেনের যুব এবং সিনিয়র। জাতীয় দলকে কোচিং করিয়েছেন সুয়ারেজ। এছাড়াও ইতালি ও স্পেনের একাধিক ক্লাবে প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

সুয়ারেজের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইন্টার মিলানও। তারা বিবৃতি দিয়ে জানান, “গভীর বিষাদের সঙ্গে লুইসিতোকে বিদায় বলছি। তাঁর নিখুঁত ও অদম্য ফুটবলের নস্ট্যালজিয়ায় আচ্ছন্ন।”

আরও পড়ুন:ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন ভূমিকায় ইশান্ত