Wednesday, November 12, 2025

ফের নক্ষত্র পতন বিশ্ব ফুটবলে। প্রয়াত স্পেনের প্রাক্তন ফুটবলার লুইস সুয়ারেজ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। লুইস সুয়ারেজই একমাত্র স্প্যানিশ ফুটবলার, যার ঝুলিতে রয়েছে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব। সুয়ারেজের মৃত্যুতে শোকের ছায়া বিশ্ব ফুটবলে।

সুয়ারেজের মৃত্যুতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে জানিয়েছে, “লুইস সুয়ারেজ মিরামোন্টেসের সব আত্মীয় ও কাছের বন্ধুদের সমবেদনা জানাচ্ছে আরএফইএফ।”

রাইট ইনসাইড অথবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেন সুয়ারেজ। ১৯৫৫ থেকে ১৯৬১ সাল—টানা ছ’বছর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে জিতেছেন একাধিক লা লিগা খেতাব। ন্যু ক্যাম্পে থাকাকালীন ১২২ ম্যাচে ৬২ গোল করেছেন তিনি। বার্সেলোনা ছাড়াও ইন্টার মিলানেও খেলেছেন সুয়ারেজ। ন’বছরে ২৫৬ ম্যাচে ৪২ গোল আছে এই কিংবদন্তির।

স্প্যানিশ ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হয় সুয়ারেজকে। তাঁর ফুটবল শৈলীর জন্য বিশ্ব ফুটবলে ‘দ্য আর্কিটেক্ট’ নামে পরিচিত ছিলেন। ১৯৬০ সালে ব্যালন ডি’ওর পুরস্কারে ভূষিত হন। ফেরেঙ্ক পুসকাস, আলফ্রেডো ডি স্টেফানোর মতো তারকাদের পিছনে ফেলে ফুটবলের সর্বোচ্চ সম্মান পান। খেলা ছাড়ার পর স্পেনের যুব এবং সিনিয়র। জাতীয় দলকে কোচিং করিয়েছেন সুয়ারেজ। এছাড়াও ইতালি ও স্পেনের একাধিক ক্লাবে প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

সুয়ারেজের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইন্টার মিলানও। তারা বিবৃতি দিয়ে জানান, “গভীর বিষাদের সঙ্গে লুইসিতোকে বিদায় বলছি। তাঁর নিখুঁত ও অদম্য ফুটবলের নস্ট্যালজিয়ায় আচ্ছন্ন।”

আরও পড়ুন:ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন ভূমিকায় ইশান্ত

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version