Saturday, August 23, 2025

পঞ্চায়েত ভোটের ভোটপর্ব মিটলে এখনও অব্যাহত মৃত্যু। বাংলায় মৃত্যু হল আরও এক তৃণমূল কর্মীর। শনিবার দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। মৃতের নাম আবু সালেম খান (৪৮)।

আরও পড়ুন:পর্যাপ্ত বাহিনী পাঠায়নি শাহের মন্ত্রক, অশান্তির ঘটনায় কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল
পুলিশ সূত্রে খবর, ভোটগ্রহণ পর্বের শেষ দিকে শনিবার সন্ধ্যায় কুলতলির জালাবেড়িয়া-১ পঞ্চায়েত এলাকার পশ্চিম গাবতলায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল করতে গেলে তৃণমূলের তরফে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তৃণমূলের অভিযোগ , সেই সময়ই পিটিয়ে মারা হয় আবুকে।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর রাধারানিপুরের ২৪১ নম্বর বুথের সামনে সংঘর্ষে জড়ান আরএসপি এবং তৃণমূলের কর্মীরা। দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। গুরুতর আহতদের মধ্যে তৃণমূল কর্মী আজহার লস্করকে বন্দুকের বাঁট দিয়ে চোখে ও মাথায় আঘাত করা হয়। চোখে লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল এবং পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।
হাসপাতাল তরফে খবর, আজাহারের চোখে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। আপাতত কোমায় রয়েছেন আজাহার। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version