Sunday, May 4, 2025

মধ্যপ্রদেশে আদিবাসী যুবকের মুখে বিজেপি কর্মীর প্রস্রাব করার ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল গোটা দেশে। এই ঘটনার প্রতিবাদে এবার বিজেপি ত্যাগ করলেন এক বিজেপি নেতা। ওই বিজেপি নেতার নাম বিবেক কোল। তিনি স্থানীয় বিজেপির জেনারেল সেক্রেটারি পদে ছিলেন। স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ ওই বিজেপির কর্মী প্রবেশ শুক্লার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিজেপি দাবি করে তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তবে বিবেক কোলের স্পষ্ট বক্তব্য, অভিযুক্ত প্রবেশ এলাকার বিধায়কের খুবই ঘনিষ্ঠ। প্রবেশ যা কাণ্ড ঘটিয়েছেন, তা মেনে নিতে না পেরেই দল থেকে ইস্তফা দিয়েছেন বিবেক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের সিধি জেলায় বিজেপির জেনারেল সেক্রেটারি ছিলেন বিবেক। কিন্তু দলীয় কর্মী যেভাবে আদিবাসী যুবককে হেনস্তা করেছেন, তা মেনে নিতে পারেননি বিবেক। সেই কথা জানিয়েই দলীয় নেতৃত্বকে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। সেই সঙ্গে দাবি করেছেন, স্থানীয় বিধায়ক কেদারনাথ শুক্লার খুবই ঘনিষ্ঠ অভিযুক্ত প্রবেশ। গত দু’বছর ধরে বেআইনিভাবে আদিবাসীদের জমি দখল করেছেন কেদারনাথ। তাঁরই ঘনিষ্ঠের বিরুদ্ধে আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগ উঠেছে। এদিকে দুষ্মান্ত রাভে নামে আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগে জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে প্রবেশকে। বুল্ডোজার দিতে ভেঙে দেওয়া হয়েছে প্রবেসের বাড়ি। নির্যাতিত ওই দলিত যুবককে নিজের বাসভবনে ডেকে তাঁরপা ধুইয়ে ক্ষমা চেয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দুষ্মান্তের জন্য মোট ৬.৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যও দিয়েছেন তিনি।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version