Sunday, August 24, 2025

ফের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নিশানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার আনন্দ বোসের দিল্লি যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন কুণাল। পাশাপাশি তিনি বীরভূমে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীর গ্রেফতার নিয়েও বিজেপির চক্রান্তের অভিযোগ তুলেছেন।

রাজ্যপাল দিল্লি যাওয়ার আগে বলে গিয়েছেন, মুক্ত বাতাস পেতে তিনি যাচ্ছেন। এরপরই কুণাল ঘোষের তোপ, রাজ্যপালকে তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাকে অপমান করেছেন। তাঁর আর কোনও অধিকার নেই এই বাংলায় থাকার। উনি দিল্লিতেই থাকুন। তাঁর কটাক্ষ, রাজ্যপাল অমিত শাহ-র কাছে গেলে তাঁর পপুলারিটি বাড়বে। রাষ্ট্রপতির কাছে গেলে ছবি উঠবে।

কুণালের আরও অভিযোগ, রাজ্যপাল ধারাবাহিক ভাবে বিরোধীদের উৎসাহ দিয়েছেন। দিনের শেষে বিরোধীদের পাশে মানুষের সমর্থন নেই, দাবি কুণাল ঘোষের। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সবকিছু স্পষ্ট করে দেবে বলেও দাবি কুণাল ঘোষের।

এদিন কুণাল ঘোষ বলেন, একুশের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচজনের প্রাণ গিয়েছিল। বিরোধীরা জানে তারা হারবে, তাই বারবার তারাই ঝামেলা পাকাচ্ছে। রিপোলিং বুথেও একই লোকেরা ঝামেলা করছে বলে দাবি কুণাল ঘোষের। তিনি দাবি করেছেন, ৬১ হাজারের বেশি বুথে অবাধে নির্বাচন হয়েছে।

শুভেন্দু অধিকারীকেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেছেন কুণাল। তাঁর কথায়, মানসিক অবসাদগ্রস্ত, পাগল বলেও আক্রমণ করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে ঝামেলা চেষ্টা করছে। গণনার দিনও তাঁরা ষড়যন্ত্র করবে। তিনি বলেন, যারা গন্ডগোল করেছেন, তারা হারবো ভেবেই ঝামেলা করেছেন, চক্রান্ত করেছেন। এই নির্বাচনে তৃণমূলেরই বেশি কর্মী মারা গিয়েছে।

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version