Tuesday, November 11, 2025

পুনর্নির্বাচনেও বিরোধীদের স.ন্ত্রাস! ডোমজুড়ে তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙ.চুর, পশ্চিম বর্ধমানে কর্মীদের উপর অত্যা.চার

Date:

পঞ্চায়েতের পুনর্নির্বাচনেও অব্যাহত বিরোধীদের সন্ত্রাস। রবিবার রাতভর তাণ্ডব চালানোর পর সোমবার সকালেও সাধারণ মানুষের কাছে ‘নিশ্চিত’ হার জেনে জেলায় জেলায় তৃণমূল কর্মী ও প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে বিজেপি ও সিপিএম।

আরও পড়ুনঃকানাডা ওপেন চ‍্যাম্পিয়ন লক্ষ‍্য

সোমবার সকালে হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী শেখ সুলতানার বাড়ি এবং গাড়ি ভাঙচুর করা হয়।তৃণমূল প্রার্থীর অভিযোগ সিপিএম কর্মী ও সমর্থকরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। সুলতানার অভিযোগ, এদিন সকালে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়।গোটা বাড়ি লন্ডভন্ড করে দেওয়া হয়। পাশাপাশি ছোড়া হয় বড় বড় পাথর। কোনওমতে পালিয়ে বাঁচেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পেতেই ঘটলাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী।

অন্যদিকে, পশ্চিম বর্ধমানেও চিত্রটা অনেকটা একইরকম। সেখানে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। পুনর্নির্বাচনের ঠিক আগের দিন, রবিবার রাতে জামুরিয়ার ডাহুকা গ্রামে বুথ সভাপতি-সহ তিন জন তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দাবি, সিপিএমের অন্তত ৫০ জন দুষ্কৃতী লাঠি এবং পাথর নিয়ে রাত ২টো নাগাদ তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয়। এরপর তাঁদের উপর চলে হামলা। ঘটনায় আহত হয়েছেন বহু তৃণমূল কর্মী। যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

Related articles

প্রয়াত অভিনেতা-প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড

হাসপাতালের দীর্ঘ লড়াই শেষ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version