Monday, August 25, 2025

পুনর্নির্বাচনেও বিরোধীদের স.ন্ত্রাস! ডোমজুড়ে তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙ.চুর, পশ্চিম বর্ধমানে কর্মীদের উপর অত্যা.চার

Date:

পঞ্চায়েতের পুনর্নির্বাচনেও অব্যাহত বিরোধীদের সন্ত্রাস। রবিবার রাতভর তাণ্ডব চালানোর পর সোমবার সকালেও সাধারণ মানুষের কাছে ‘নিশ্চিত’ হার জেনে জেলায় জেলায় তৃণমূল কর্মী ও প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে বিজেপি ও সিপিএম।

আরও পড়ুনঃকানাডা ওপেন চ‍্যাম্পিয়ন লক্ষ‍্য

সোমবার সকালে হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী শেখ সুলতানার বাড়ি এবং গাড়ি ভাঙচুর করা হয়।তৃণমূল প্রার্থীর অভিযোগ সিপিএম কর্মী ও সমর্থকরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। সুলতানার অভিযোগ, এদিন সকালে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়।গোটা বাড়ি লন্ডভন্ড করে দেওয়া হয়। পাশাপাশি ছোড়া হয় বড় বড় পাথর। কোনওমতে পালিয়ে বাঁচেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পেতেই ঘটলাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী।

অন্যদিকে, পশ্চিম বর্ধমানেও চিত্রটা অনেকটা একইরকম। সেখানে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। পুনর্নির্বাচনের ঠিক আগের দিন, রবিবার রাতে জামুরিয়ার ডাহুকা গ্রামে বুথ সভাপতি-সহ তিন জন তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দাবি, সিপিএমের অন্তত ৫০ জন দুষ্কৃতী লাঠি এবং পাথর নিয়ে রাত ২টো নাগাদ তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয়। এরপর তাঁদের উপর চলে হামলা। ঘটনায় আহত হয়েছেন বহু তৃণমূল কর্মী। যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version