Sunday, January 11, 2026

রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতেই পুনর্নির্বাচন শুরু

Date:

Share post:

রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতেই পুনর্নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আজ সোমবার , সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে রাজ্যে আবার ভোট হবে ৬৯৬টি বুথে।

শনিবার পঞ্চায়েত ভোটের পর রবিবার ছিল স্ক্রুটিনির দিন। কোন কোন বুথে যথাযথ ভাবে ভোট হয়নি তা দেখে আবার সেখানে ভোট করানোর দরকার আছে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রবিবার বিভিন্ন জেলা থেকে সেই সংক্রান্ত আসতে বেশ দেরিই হয় কমিশনের কাছে। রাত ৯টা নাগাদ প্রায় ১৭টি জেলার তথ্য হাতে এলেও বাকি ছিল কোচবিহার এবং উত্তর দিনাজপুর। সাড়ে ৯টা নাগাদ সেই তথ্য আসে। কমিশনের তরফেও পুনর্নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে জানানো হয় দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের বাকি ১৯টি জেলার ৬৯৬টি বুথে ভোট গ্রহণ হবে।
এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বুথে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদে। ভোটের দিন যে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তার মধ্যে চার জনেরই মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। সোমবার এই জেলারই সবচেয়ে বেশি বুথে আবার ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের বুথের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদের পরেই রয়েছে মালদহ।
রবিবার বিকেলেই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, পুনর্নির্বাচন হলে, তা সোমবারই হবে। আর তা হবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে। প্রতি বুথে হাফ সেকশন বাহিনী থাকবে। রাজ্যের কাছে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর অভাব নেই। পরে, বিএসএফ বাহিনীর সংখ্যা আরও বাড়িয়েছে। তারা জানিয়েছে, প্রতি বুথে হাফ সেকশন বাহিনীর বদলে এক সেকশন অর্থাৎ আট জন জওয়ান মোতায়েন থাকবে।

spot_img

Related articles

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...