Saturday, August 23, 2025

রাজা চার্লসের (Prince Charles)পিঠে হাত সঙ্গে আবার অসংলগ্ন আচরণ- সব মিলিয়ে ফের শিরোনামে এসে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সাম্প্রতিক সময়ে স্মৃতিভ্রম ও অসংলগ্ন আচরণের জেরে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। এবার প্রোটোকল ভাঙলেন। গত রবিবারই ব্রিটেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট (USA President)। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ব্রিটিশ সেনার সামনে দাঁড়িয়ে কেমন যেন খেই হারিয়ে অসংলগ্ন আচরণ করছেন বাইডেন। এমনকি প্রোটোকল ভেঙে রাজা চার্লসের (Prince Charles) পিঠে হাত রাখছেন। অনেকেই যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন।

ঠিক কী হয়েছিল? চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বাইডেন। গত রবিবার ব্রিটেনে পৌঁছে রাজা চার্লসের সাথে দেখা করতে যান তিনি। আর সেখানেই মহা গণ্ডগোল। বাকিংহাম প্যালেসের লনে দেখা গেল এক সেনার সামনে অসংলগ্ন আচরণ করছেন বাইডেন, খেই হারিয়ে বেশ কিছুক্ষণ কথাও বলেন তাঁর সাথে। শেষে যদিও রাজা চার্লস এসে তাঁকে ভেতরে নিয়ে যান, এবং ঠিক সেই সময়তেই চার্লসের পিঠে হাত রাখেন মার্কিন প্রেসিডেন্ট। রাজার গায়ে স্পর্শ করে রাজ পরিবারের প্রোটোকল ভাঙেন তিনি। বাকিংহাম প্যালেস সূত্রে অবশ্য দাবি চার্লস এতে মোটেই অস্বাচ্ছন্দ বোধ করেননি। তবে মার্কিন প্রেসিডেন্টের এইরকম এলোমেলো আচরণের ভিডিও দেখে বিস্মিত নেট মহল।

এর আগেও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে প্রেসিডেন্ট সুনক বলে বিতর্কে জড়িয়েছিলেন বাইডেন। প্রসঙ্গত, আগামী ২০২৪এ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল বাইডেনের স্মৃতিভ্রম নিয়ে বারবার খোঁচাও দিচ্ছে।

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version