Wednesday, November 5, 2025

কোচবিহারেও ঘাসফুলের দাপট অব্যহত! হারের ‘দায়’ জনতার দরবারে ঠেললেন নিশীথ   

Date:

Share post:

তৃণমূলের (TMC) বিরুদ্ধে প্রার্থী দিয়েও লাভের লাভ কিছুই হল না। শেষমেশ সবুজ ঝড়ে কার্যত দিশাহীন গেরুয়া ব্রিগেড (BJP)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে প্রার্থী দেওয়ার ক্ষমতা না থাকলেও একাধিক কারণে গায়ের জোরে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করেও দিনের শেষে দেখা গেল আখেরে কোনও স্বার্থসিদ্ধিই হল না গেরুয়া বাহিনীর। উল্টে রাজ্যজুড়ে ঘাসফুল শিবিরের (TMC) দাপট অব্যহত। এদিন কোচবিহারে (Coochbehar) পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ পাল্লা ভারী তৃণমূলের দিকে। কিছু জায়গায় বিজেপি জিতলেও বেশিরভাগই গিয়েছে তৃণমূলের দখলে।

আর এত লাফালাফির পর কার্যসিদ্ধি না হওয়ায় একেবারে উল্টো সুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গলায়। বিপাকে পড়ে তিনি সাফাই দেন, জয় বড় কথা নয়, মানুষ চোখে চোখ রেখে লড়াই করেছে এটাই সবচেয়ে বড় কথা। এই রায়, মানুষের রায়। তাদের ধন্যবাদ।” তবে এদিন জয় না পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পা জড়িয়ে কেঁদে ফেলেন পরাজিত বিজেপি প্রার্থী। তিনি গোসানিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বিউটিবালা দাস। নিশীথের পা ধরে কান্নাকাটি করতে থাকেন পরাজিত সেই প্রার্থী। ইতিমধ্যে ঘটনার ভিডিও ভাইরাল। তবে হেরে যাওয়ার পর আচমকা পা ধরে কান্নাকাটি করায় নেটিজেনদের চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে নিশীথকে।

মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের সঙ্গে দেখা করার জন্য দিনহাটায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাশে পেয়ে তাঁর পায়ে কান্নায় লুটিয়ে পড়েন ওই বিজেপি প্রার্থী। শেষ পাওয়া খবর পর্যন্ত কোচবিহার জেলার দিনহাটা-১ এর বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত দখলে গেল তৃণমূলের। এই গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসন। ১৬টিতেই জয়ী তৃণমূল। গীতালদহ-১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখলে তৃণমূলের। ১৫টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী তৃণমূল। বাকি ২টি আসনে বিজেপি জয়ী হয়। শীতলকুচি ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। সিতাইয়ে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সবকটি গিয়েছে তৃণমূলের দখলে।

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...