Thursday, January 8, 2026

কোচবিহারেও ঘাসফুলের দাপট অব্যহত! হারের ‘দায়’ জনতার দরবারে ঠেললেন নিশীথ   

Date:

Share post:

তৃণমূলের (TMC) বিরুদ্ধে প্রার্থী দিয়েও লাভের লাভ কিছুই হল না। শেষমেশ সবুজ ঝড়ে কার্যত দিশাহীন গেরুয়া ব্রিগেড (BJP)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে প্রার্থী দেওয়ার ক্ষমতা না থাকলেও একাধিক কারণে গায়ের জোরে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করেও দিনের শেষে দেখা গেল আখেরে কোনও স্বার্থসিদ্ধিই হল না গেরুয়া বাহিনীর। উল্টে রাজ্যজুড়ে ঘাসফুল শিবিরের (TMC) দাপট অব্যহত। এদিন কোচবিহারে (Coochbehar) পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ পাল্লা ভারী তৃণমূলের দিকে। কিছু জায়গায় বিজেপি জিতলেও বেশিরভাগই গিয়েছে তৃণমূলের দখলে।

আর এত লাফালাফির পর কার্যসিদ্ধি না হওয়ায় একেবারে উল্টো সুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গলায়। বিপাকে পড়ে তিনি সাফাই দেন, জয় বড় কথা নয়, মানুষ চোখে চোখ রেখে লড়াই করেছে এটাই সবচেয়ে বড় কথা। এই রায়, মানুষের রায়। তাদের ধন্যবাদ।” তবে এদিন জয় না পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পা জড়িয়ে কেঁদে ফেলেন পরাজিত বিজেপি প্রার্থী। তিনি গোসানিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বিউটিবালা দাস। নিশীথের পা ধরে কান্নাকাটি করতে থাকেন পরাজিত সেই প্রার্থী। ইতিমধ্যে ঘটনার ভিডিও ভাইরাল। তবে হেরে যাওয়ার পর আচমকা পা ধরে কান্নাকাটি করায় নেটিজেনদের চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে নিশীথকে।

মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের সঙ্গে দেখা করার জন্য দিনহাটায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাশে পেয়ে তাঁর পায়ে কান্নায় লুটিয়ে পড়েন ওই বিজেপি প্রার্থী। শেষ পাওয়া খবর পর্যন্ত কোচবিহার জেলার দিনহাটা-১ এর বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত দখলে গেল তৃণমূলের। এই গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসন। ১৬টিতেই জয়ী তৃণমূল। গীতালদহ-১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখলে তৃণমূলের। ১৫টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী তৃণমূল। বাকি ২টি আসনে বিজেপি জয়ী হয়। শীতলকুচি ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। সিতাইয়ে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সবকটি গিয়েছে তৃণমূলের দখলে।

 

 

spot_img

Related articles

বাংলায় শীতের দাপট দীর্ঘস্থায়ী, আগামী সপ্তাহেও চলবে পারদপতন! 

পৌষের শীতের (Winter)আমেজ ভরপুর উপভোগ করছে বাংলা। হাড় কাঁপানো ঠান্ডায় জেলায় জেলায় পারদপতন চলছে। এখনই আবহাওয়ার কোনও পরিবর্তন...

দলের তথ্যপ্রযুক্তি নথি হাতাতে ইডি হানা: বিকাল থেকেই ব্লকে ব্লকে প্রতিবাদে তৃণমূল

একের পরে এক বাংলার উপর রাজনৈতিক লড়াইয়ের বাইরে গিয়ে আঘাত। প্রথমে বঞ্চনা, পরে বাঙালি দেখলেই অত্যাচার। সব শেষে...

SIR থেকে প্রার্থী তালিকা – হাতাতেই আইটি অফিসে ইডি হানা, তোপ মমতার

নির্বাচনের পন্থা চুরি করা একটি বড় চুরি। তৃণমূলের কাগজপত্র লুট করতে তথ্যপ্রযুক্তি অফিসে হানা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইডি-র।...

নির্বাচনের আগে তৃণমূলের তথ্য হাতানোর চেষ্টা ইডি-কে দিয়ে! আইপ্যাক অফিসে মমতা

সকাল থেকেই সল্টলেকের আইপ্যাক দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান চলছে। দুপুর প্রায় ১২টা নাগাদ, তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী (Mamata...