ঝাড়গ্রামেও সবুজ ঝড়, উন্নয়নেই আস্থা সবার

ধর্মকে হাতিয়ার করে অর্থাৎ তাদের দেবতা ‘জয় গরাম’ ধ্বনি দিয়ে ভোটে গিয়েছিল। কিন্তু তারপরেও এই জেলায় আশানুরূপ ফল হল না তাদের।

মঙ্গলবার রাত পর্যন্ত যা ফলাফল প্রকাশিত হয়েছে তাতে তৃণমূলেরই জয়জয়কার। ঝাড়গ্রামে পঞ্চায়েত এককভাবে মাত্র দুটি দখল করেছে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীরা।ঝাড়গ্রামের দুধকুন্ডি ও লোধাশুলিতে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীরা জিতেছেন। এই দুই গ্রাম পঞ্চায়েতে তারা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যদিও ঝাড়গ্রামে তারা যে দাগ কাটতে পারবে না তা মনোনয়ন পর্বেই বোঝা গিয়েছিল।
কুড়মিরা তাঁদের সমর্থিত প্রার্থীদেরকে জেতাতে প্রচারে ঝড় তুলেছিল। সেই সঙ্গে ধর্মকে হাতিয়ার করে অর্থাৎ তাদের দেবতা ‘জয় গরাম’ ধ্বনি দিয়ে ভোটে গিয়েছিল। কিন্তু তারপরেও এই জেলায় আশানুরূপ ফল হল না তাদের।এখানেও শাসকদলের জয়জয়কার। ঝাড়গ্রামে ৭৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুটি পঞ্চায়েত দখল করাকে বিশেষ আমল দিতে চাইছে না শাসক দল তৃণমূল। রাজ্যের মন্ত্র বীরবাহা হাঁসদা বলেছেন ধর্মকে ব্যবহার করে ভোট হয় না। উন্নয়নকে সামনে রেখে ভোট হয়। জঙ্গলমহলের মানুষজন তা আরও একবার বুঝিয়ে দিলেন। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মাফিক উন্নয়নে ঝাড়গ্রামের মানুষ আস্থা রেখেছেন।