Saturday, August 23, 2025

পুরুলিয়ায় জোড়াফুলের ধাক্কায় কুপোকাত পদ্ম

Date:

Share post:

এবারের পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election)পুরুলিয়া জেলার ফলাফল নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। যে জেলায় উনিশের লোকসভা ভোট এবং একুশের বিধানসভা নির্বাচনে ঝড় তুলেছিল বিজেপি, সেখানেই এই পঞ্চায়েত নির্বাচনে দাপট দেখাচ্ছে তৃণমূল। কুড়মি আন্দোলনের কোনো প্রভাবই পড়ল না এবারের পঞ্চায়েত নির্বাচনে। নির্বাচনের পূর্বে আদিবাসীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে তাদের নিজেদের দলে টানার চেষ্টা করেছিল গেরুয়া শিবির। কিন্তু পুরুলিয়ার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই রায় দিলেন তা প্রকাশ হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনের ফলাফলেই। এককথায় জোড়াফুলের দাপটে উড়ে গেল পদ্ম।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে ঘাসফুলের দাপটের মধ্যেও ২০১৮ সালে বঙ্গ বিজেপির মুখ রক্ষা করেছিল পুরুলিয়া। একাধিক পঞ্চায়েতে জয় পায় বিজেপি। পঞ্চায়েতের পরেও ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও একের পর এক আসনে বিজেপি প্রার্থীরা জয় পায়। এবারের পঞ্চায়েত নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে ওঠে কুড়মি আন্দোলন। কিন্তু নির্বাচনে কোনো প্রভাবই পড়ল না কুড়মি আন্দোলনের। পুরুলিয়ায় দাপুটে ব্যাটিং করল শাসকদল। বিপুল সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে শাসকদল। ফলাফল বলছে পুরুলিয়া জেলার ১৭০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে ১৩৫টি। বিজেপির দখলে গিয়েছে ৩১টি, বামেদের দখলে গিয়েছে ৬টি এবং কংগ্রেস পেয়েছে ১৩টি আসন।

এর আগে, ২০১৮ সালে পুরুলিয়ার মোট আসন সংখ্যা ছিল ৩৮। সেবার তৃণমূল জয় পেয়েছিল ২৬টি আসনে। বিজেপি ন’টি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল তিনটি আসন। খাতা খুলতে পারেনি সিপিএম। এবার পুনর্বিন্যাসের পর পুরুলিয়ার আসনসংখ্যা বেড়ে ৩৮ থেকে ৪৫ হয়েছে। সেই জেলা পরিষদের আসনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতার পথেই তৃণমূল।

আরও পড়ুন- সন্ত্রাস করেও দিনহাটায় ‘দূরবীনে’ বিজেপি, জলপাইগুড়ি- আলিপুরদুয়ারেও বড় জয় তৃণমূলের

spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...