Sunday, November 16, 2025

জেলায় চলছে ভোট গণনা! ফের মুর্শিদাবাদে আ.ক্রান্ত তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামী

Date:

২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে শুরু হল ভোটগণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে।গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ফল ঘোষণা করবেন কাউন্টিং অফিসার। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ক্ষেত্রে ঘোষণা করবেন বিডিও। বেশির ভাগ ক্ষেত্রে প্রত্যেক স্তরে দু’রাউন্ড করে গণনা হবে। কোথাও কোথাও তিন রাউন্ড গণনা হবে। শেষ না হওয়া পর্যন্ত গণনা চলবে। বেশ কিছু জেলায় ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে চলছে ভোটগণনা। তবে গণনার সকালেও বিরোধীদের মদতে বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা অব্যাহত।

আরও পড়ুন:স্ট্রং রুমের সামনে ব্যাপক সংঘ.র্ষ! ধুন্ধুমা.র দিনহাটায়
হাবরা দু’নম্বর ব্লকের ভোট গণনা শুরু হল অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানেও। হাবরা শ্রীচৈতন্য কলেজে হাবড়া এক নম্বর ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। ব্যারাকপুর ব্লক এক এর আটটি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছে কাঁকিনাড়া পানপুর মাখনলাল হাইস্কুলে। গণনাকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে।হুগলির মোট ২০৭ টি গ্রামসভা, ১৮ টি সমিতি, ৫৩ জেলা পরিষদের আসনের গণনার দায়িত্বে মোট ৬৫০০ কর্মী। শান্তিপূর্ণভাবেই চলছে গণনা।
মুর্শিদাবাদে আবারও আক্রান্ত তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামী। গণনার দিন সকালে হরিহরপাড়া থানার বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুর এলাকায় তৃণমূল প্রার্থীকে গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেয় সিপিএম। শুধু তাই নয়, বেধড়ক মারধর করা হয় ত্ণমূল প্রার্থী এবং তাঁর স্বামীকেও।পরে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে পুলিশ।

নন্দীগ্রামে শুরু গণনা। তবে তার আগে জমায়েত করে একদল মানুষ। তাদের হটায় পুলিশ। বীরভূমের নানুরে সিপিএমের কর্মী-সমর্থকরা গণনা কেন্দ্রে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হন। তারপরেই টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে ও বিক্ষোভ দেখায় সিপিএমের কর্মী-সমর্থকেরা।গণনার আগেই ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজের সামনে বোমাবাজির ঘটনা উঠে এসেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। গণনা শুরুর ১০ মিনিট আগে মালদহে গণনা কেন্দ্রের সামনে জমায়েত ঘিরে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। যদিও পুলিশ মোতায়েন থাকায় আপাতত গণনা শুরু হয়েছে।গণনা শুরুর আগেই গণনাকেন্দ্রে বিরোধীদের এজেন্টদের সঙ্গে আরও একজনকে ঢুকতে গেলে বাধা এয় তৃণমূল কর্মী-সমর্থকরা।তৃণমূলের দাবি নিয়ম বর্হিভূতভাবে স্ট্রং রুমে ঢুকতে চাইছে বিজেপি। তাতে বাধা পেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version