Monday, August 25, 2025

মাস খানেক ধরে ছবি প্রদর্শন চলছিল কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজে (Scottish Church College)। সেখানেই চলচ্চিত্রকার দেবলীনা মজুমদারের (Debolina Majumdar) ছবি ‘গে ইন্ডিয়া ম্যাট্রিমনি’ (Gay India Matrimony) দেখানোর কথা ছিল। ব্যাস সেখান থেকেই বিতর্ক শুরু। জানা যাচ্ছে সমকামীদের (Homosexual)ছবি দেখানো নিয়ে আপত্তি তুলেছিলেন কলেজ পড়ুয়াদের একাংশ। আর সেই কারণেই মঙ্গলবার প্রায় বিনা নোটিসেই বন্ধ হল ছবি প্রদর্শন ও আলোচনাসভা। যদিও কলেজ কর্তৃপক্ষ বলছে অনুষ্ঠান বাতিল নয় বরং অনুষ্ঠানের দিন পরিবর্তন করা হয়েছে।

স্কটিশ চার্চ কলেজের মনোবিদ্যা বিভাগ এবং ‘দ্য উইমেন অ্যান্ড জেন্ডার ডেভেলপমেন্ট সেল’-এর (The Women and Gender Development Cell) সঙ্গে এই আয়োজনে হাত মিলিয়েছিল ইতিহাস, দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগও। সেইমতো এমএল ভৌমিক অডিটোরিয়ামে দুপুর ১.৩০ থেকে শুরু হওয়ার কথা ছিল অনুষ্ঠান। কিন্তু সকালে সুর বদলাল কলেজ। হঠাৎই জানা গেল অনুষ্ঠান বাতিল। সমকামীদের নিয়ে তৈরি চলচ্চিত্রকার দেবলীনা মজুমদারের ছবি ‘গে ইন্ডিয়া ম্যাট্রিমনি’ দেখানোর কথা ছিল। তারপর কলেজের তরফে বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়। যেখানে পরিচালকের অংশগ্রহনের কথাও ছিল। ‘সাফো ফর ইকুয়ালিটি’-র (Sappho for Equality) দুই সদস্য সমাজকর্মী মীনাক্ষি সান্যাল এবং কোয়েল ঘোষের অংশগ্রহণের কথা ছিল। দেবলীনার অভিযোগ, মৌখিক ভাবে জানতে পারেন তিনি যে, কয়েক জন পড়ুয়া ‘চার্চ অফ নর্থ ইন্ডিয়া’তে অভিযোগ জানান এই ছবি প্রদর্শনের বিরুদ্ধে। তারপরই শো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল। স্কটিশ চার্চ কলেজের মতো নামী প্রতিষ্ঠানের তরফে প্রথমে ‘সাফো ফর ইকুয়ালিটি’-র কাছে আমন্ত্রণ গেলেও পরে এমন আচরণ কেন তা বিস্ময় এবং ক্ষোভ দেখা দিয়েছে নানা স্তরে।

 

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version