Saturday, November 15, 2025

বিজেপি বিমুখ দার্জিলিং: পঞ্চায়েতে তৃণমূলের বন্ধুদলেই ভরসা পাহাড়বাসীর

Date:

রাজ্যে বিপুল সাফল্যের পর এবার দার্জিলিংয়েও মমতাকে ফেরালো না পাহাড়বাসি। গোটা রাজ্যের পাশাপাশি দার্জিলিংয়ের এবার হয়েছিল দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা গেল আর বিজেপিতে সন্তুষ্ট নন সেখানকার মানুষ। বরং তৃণমূলের বন্ধুদল বিজিপিএমের জয়জয়কার সেখানে।

পাহাড়ে গত শতাব্দীর ৯-এর দশকে শেষবার পঞ্চায়েত ভোট হয়েছিল। তারপর ২২ বছর পর অনুষ্ঠিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন৷ প্রায় সব দলই প্রার্থী দিয়েছিল। বিকেল পর্যন্ত গণনার পর দেখা গিয়েছে, দার্জিলিং-কালিম্পং এর দুটি জেলাতেই পাহাড়ে মোট গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগই নবগঠিত দল বিজেপিএম দখলে নিয়ে দার্জিলিংয়ে মোট ৭০ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে জানা গিয়েছে দুপুরের মধ্যে ২৫ টি গ্রাম পঞ্চায়েত অনিত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (বিজিপিএম) দখলে গিয়েছে অন্যদিকে বিরোধী জোট অর্থাৎ ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স একটি আসনে জয় পেয়েছে। তবে আলাদাভাবে লড়ে বিজেপি দুটি আসন পেয়েছে। অমীমাংসিত রয়েছে একটি গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি কালিম্পং জেলার ৪২ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এরমধ্যে ১২ টি বিজিপিএম দখল করেছে। দুটো পেয়েছে বিজেপি এবং একটি গ্রাম পঞ্চায়েত অমীমাংসিত রয়েছে।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে পাহাড়ে অল্প সংখ্যক কিছু আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। এর আগে দার্জিলিং পুরসভা এবং জিটিএ নির্বাচনেও সব আসনে প্রার্থী দেয়নি রাজ্যের শাসকদল। ওই দুই নির্বাচনের ফলপ্রকাশ ও বোর্ড গঠনের পর অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে তৃণমূলের আসন সমঝোতার বিষয়টি সামনে এসেছিল। এদিন গ্রাম পঞ্চায়েতের গণনার প্রথম থেকেই বিপুল আসনে এগিয়ে রয়েছে অনিতাপার বিজেপিএম আটটি আঞ্চলিক দল মহাজোট করেও তাদের বিরুদ্ধে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। একের পর এক জয়ের খবর আসতেই উৎসবে মেতে উঠেছেন সমর্থকরা। বিকেল পর্যন্ত যা ট্রেন্ড তাতে পাহাড়ের বেশিরভাগ আসনে পঞ্চায়েতে বিজিপিএমের দখলে আসা সময়ের অপেক্ষা৷

Related articles

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...

নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

মঞ্চে নিভেছে আলো, শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার...

বেতন কমিয়ে পুরানো দলে ফিরলেন জাদেজা, দলবদল সঞ্জুর

  ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই আইপিএলের(IPL) দলবদল নিয়ে চর্চা তুঙ্গে। শনিবার ছিল আইপিএল রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ...

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম...
Exit mobile version