Friday, August 22, 2025

ফের গ্রাম বাংলা দখলের পথে তৃণমূল! ট্রেন্ড স্পষ্ট হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবাংশুর

Date:

শনিবার ভোটগ্রহণ ও সোমবার পুনর্নির্বাচনের পর মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ভোট গননা (Counting)। রাজ্যে মোট ৩৩৯টি কেন্দ্রে গণনা চলছে। প্রতিটি কেন্দ্রের বাইরেই জারি রয়েছে ১৪৪ ধারা। তবে গণনার দিন যাতে শান্তি বজায় থাকে, সেটা রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কাছে একটা বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে গণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, পরে পঞ্চায়েত সমিতি ও সব শেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। গণনা চলতে পারে ১২ জুলাই অর্থাৎ বুধবার পর্যন্ত। প্রত্যেক স্তরে দু রাউন্ড করে অর্থাৎ মোট ৬ রাউন্ড গণনা চলবে। তবে সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ট্রেন্ড। ইতিমধ্যে একাধিক পঞ্চায়েত দখলের পথে শাসক দল। অতএব এখনও পর্যন্ত যে ছবি সামনে আসছে তাতেই পরিষ্কার ফের একবার গ্রাম বাংলার মসনদে তৃণমূল (TMC)। সময় যত গড়াচ্ছে ততই একাধিক প্রান্ত থেকে তৃণমূলের এগিয়ে থাকা বা একাধিক জায়গা থেকে জয়ের খবর সামনে আসছে। ইতিমধ্যে অনেক জায়গায় শুরু হয়েছে তৃণমূলের বিজয়োল্লাস। তবে এদিন গণনা শুরু হওয়ার ২ ঘণ্টা পর রাজ্য নির্বাচন কমিশনের দফতরে প্রবেশ করেন কমিশনার রাজীব সিনহা। পাশাপাশি এদিন দ্বিতীয় স্থানে কোন দল থাকবে তা নিয়ে বিজেপি (BJP) ও সিপিএমের (CPIM) মধ্যে শুরু হয়েছে জোর টক্কর। তবে দেখা যাচ্ছে বিজেপির থেকেও একটু ভালো জায়গায় রয়েছে বাম-কংগ্রেস জোট।

ইতিমধ্যে হাওড়ার (Howrah) একাধিক জায়গায় ম্যাজিক ফিগারে তৃণমূল। হাওড়ায় ১৫৭ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৯ টি আসনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। ১৪ টি পঞ্চায়েত সমিতির মধ্যে দুটো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে তৃণমূল। এদিকে ট্রেন্ড স্পষ্ট হতেই টুইট করে বিরোধীদের একহাত নেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এদিন একটি কবিতা পোস্ট করেছেন তিনি। দেবাংশু লিখেছেন,

সারের নামে কুৎসা-গালি

আমজনতাই এথায় মালি

শক্ত শিকড় তৃণের মূল

বাংলা জুড়ে ঘাসের ফুল…

তবে ৬৩ হাজার ২২৯-এর মধ্যে ১৮ হাজার ২৭৫ গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ১৬৬৪ গ্রাম পঞ্চায়েতে। বামেরা এগিয়ে রয়েছে ৯৪২ আসনে। কংগ্রেস ৩৬১ এবং আইএসএফ ও অন্যান্যরা ৬৮৫ আসনে এগিয়ে রয়েছে বলে খবর। তবে পুরো ফলাফল সামনে আসতে আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। তবে সময় যত গড়াচ্ছে বিরোধীদের পিছনে ফেলে ফের গ্রাম বাংলার মানুষের আশীর্বাদ পেতে চলেছে তৃণমূল কংগ্রেস।

 

 

Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...
Exit mobile version