মাঝ আকাশে আচমকা ভ্যানিশ হেলিকপ্টার, তারপর…

নেপালেরই একটি পাহাড়ি গ্রাম ভাকাঞ্জে এলাকা থেকে উদ্ধার হয় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (Helicopter debris)।

0
1

৬ জনকে সঙ্গে নিয়ে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই হারিয়ে গেল হেলিকপ্টার (Helicopter goes missing)। এক পাইলট ছাড়া বাকি পাঁচ যাত্রীর সকলেই বিদেশি নাগরিক (foreign national)। নেপালের আকাশে এমন ঘটনা ঘটায় কিছুটা হতভম্ব হয়ে যান নেপালের (Nepal)অসামরিক বিমান আধিকারিকরা। পরে নেপালেরই একটি পাহাড়ি গ্রাম ভাকাঞ্জে এলাকা থেকে উদ্ধার হয় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (Helicopter debris)।

হেলিকপ্টার স্থানীয় সময় সকাল দশটা নাগাদ সোলুখুম্বু (Solukhumbu) থেকে কাঠমাণ্ডুর (Kathmandu) দিকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে উড়ানের সঙ্গে সমস্ত যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। ১২ মিনিটের মধ্যেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে কপ্টারের যোগাযোগ হারিয়ে যায় বলে জানান নেপালের অসামরিক বিমানের এক আধিকারিক। পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে পাহাড়ের গায়ে ধাক্কা লেগে কপ্টার ভেঙে পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কাঠমাণ্ডু থেকে আরেকটি হেলিকপ্টার পাড়ি দেয়। এখনও মৃত যাত্রীদের পরিচয় জানা যায়নি।