Friday, August 22, 2025

ফের গ্রাম বাংলা দখলের পথে তৃণমূল! ট্রেন্ড স্পষ্ট হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবাংশুর

Date:

শনিবার ভোটগ্রহণ ও সোমবার পুনর্নির্বাচনের পর মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ভোট গননা (Counting)। রাজ্যে মোট ৩৩৯টি কেন্দ্রে গণনা চলছে। প্রতিটি কেন্দ্রের বাইরেই জারি রয়েছে ১৪৪ ধারা। তবে গণনার দিন যাতে শান্তি বজায় থাকে, সেটা রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কাছে একটা বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে গণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, পরে পঞ্চায়েত সমিতি ও সব শেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। গণনা চলতে পারে ১২ জুলাই অর্থাৎ বুধবার পর্যন্ত। প্রত্যেক স্তরে দু রাউন্ড করে অর্থাৎ মোট ৬ রাউন্ড গণনা চলবে। তবে সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ট্রেন্ড। ইতিমধ্যে একাধিক পঞ্চায়েত দখলের পথে শাসক দল। অতএব এখনও পর্যন্ত যে ছবি সামনে আসছে তাতেই পরিষ্কার ফের একবার গ্রাম বাংলার মসনদে তৃণমূল (TMC)। সময় যত গড়াচ্ছে ততই একাধিক প্রান্ত থেকে তৃণমূলের এগিয়ে থাকা বা একাধিক জায়গা থেকে জয়ের খবর সামনে আসছে। ইতিমধ্যে অনেক জায়গায় শুরু হয়েছে তৃণমূলের বিজয়োল্লাস। তবে এদিন গণনা শুরু হওয়ার ২ ঘণ্টা পর রাজ্য নির্বাচন কমিশনের দফতরে প্রবেশ করেন কমিশনার রাজীব সিনহা। পাশাপাশি এদিন দ্বিতীয় স্থানে কোন দল থাকবে তা নিয়ে বিজেপি (BJP) ও সিপিএমের (CPIM) মধ্যে শুরু হয়েছে জোর টক্কর। তবে দেখা যাচ্ছে বিজেপির থেকেও একটু ভালো জায়গায় রয়েছে বাম-কংগ্রেস জোট।

ইতিমধ্যে হাওড়ার (Howrah) একাধিক জায়গায় ম্যাজিক ফিগারে তৃণমূল। হাওড়ায় ১৫৭ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৯ টি আসনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। ১৪ টি পঞ্চায়েত সমিতির মধ্যে দুটো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে তৃণমূল। এদিকে ট্রেন্ড স্পষ্ট হতেই টুইট করে বিরোধীদের একহাত নেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এদিন একটি কবিতা পোস্ট করেছেন তিনি। দেবাংশু লিখেছেন,

সারের নামে কুৎসা-গালি

আমজনতাই এথায় মালি

শক্ত শিকড় তৃণের মূল

বাংলা জুড়ে ঘাসের ফুল…

তবে ৬৩ হাজার ২২৯-এর মধ্যে ১৮ হাজার ২৭৫ গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ১৬৬৪ গ্রাম পঞ্চায়েতে। বামেরা এগিয়ে রয়েছে ৯৪২ আসনে। কংগ্রেস ৩৬১ এবং আইএসএফ ও অন্যান্যরা ৬৮৫ আসনে এগিয়ে রয়েছে বলে খবর। তবে পুরো ফলাফল সামনে আসতে আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। তবে সময় যত গড়াচ্ছে বিরোধীদের পিছনে ফেলে ফের গ্রাম বাংলার মানুষের আশীর্বাদ পেতে চলেছে তৃণমূল কংগ্রেস।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version