সিঙ্গুরে হোয়াইটওয়াশ: ঘাসফুলের দাপটে মুছে গেল পদ্ম

পঞ্চায়েত নির্বাচনের(Panchayat election) ফলাফল যত স্পষ্ট হচ্ছে গোটা রাজ্য জুড়ে উঠছে সবুজ ঝড়। ব্যতিক্রম নয় সিঙ্গুরও। এখনো পর্যন্ত এখানে যা ট্রেন্ড তাতে সিঙ্গুরের(Singur) সবকটি ব্লকে জয়ী তৃণমূল(TMC)। এখানকার ১৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবকটিতেই জয় পেয়েছে ঘাসফুল শিবির। ফলাফল যা প্রকাশ্যে আসছে তাতে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েতে প্রচুর আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি রয়েছে দ্বিতীয় অবস্থানে। তবে প্রথম তালিকায় থাকা তৃণমূলের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে তৃণমূলের। তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএম।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের অন্যতম ভূমি হিসেবে পরিচিত সিঙ্গুর। এই কেন্দ্রে তৃণমূলের ফলাফল এবার কোন দিকে যায় সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। তবে মঙ্গলবার ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রেখেছেন সিঙ্গুরবাসী। পরিস্থিতি এখনো পর্যন্ত যেদিকে তাতে এখানকার ১৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবকটি আসন এই জয় পেয়েছে ঘাসফুল শিবির। ফলাফল কার্য তো স্পষ্ট হওয়ার পর সবুজ আবির নিয়ে রীতিমতো উৎসব শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Previous articleচার্লসের পিঠে হাত দিয়ে ফের বিত*র্কে বাইডেন
Next articleপ্রয়াত আদি*বাসী নেতা নিত্যানন্দ হেমব্রম, শো*কবার্তা মুখ্যমন্ত্রীর!