Wednesday, November 12, 2025

অনেক ব্যালট পেপারে স্বাক্ষর করেননি কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা: বিস্ফো.রক অভিযোগ মমতার

Date:

জয় পেলেও, বেশি কয়েকটি জায়গায় গণনার সময় তৃণমূলের ব্যালট বাতিল হয়েছে। অভিযোগ, সেই সব ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই ছিল না। এই নিয়ে বুধবার নবান্নে (Nabanna) বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, কো-অর্ডিনেশন কমিটির অনেক সরকারি কর্মচারী ভোটের ডিউটিতে ছিলেন। তাঁরা বহু জায়গায় ব্যালট পেপারে স্বাক্ষর করেননি। তাঁদের শাস্তি হবে না কেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা বাম পরিচালিত কো-অর্ডিনেশন কমিটি কিছু সরকারি আধিকারিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করেছেন। অনেকে ব্যা লটেই তাঁরা স্বাক্ষর করেননি বা স্ট্যানম্প দেননি। ফলে সেই সব ব্যা লট বাতিল হয়ে যায়। মুখ্যমন্ত্রী বলেন, “কো-অর্ডিনেশন কমিটির অনেকে আছে এখানে। যাঁরা ব্যালট পেপারে স্বাক্ষর করেননি। ফলে আমাদের অনেক ব্য়ালট পেপার বাতিল হয়েছে অনেক জায়গায়। দোষটা কার? তাঁদের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে না কেন?”

এরপরেই তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ কি ভোট দিতে গিয়ে দেখবে কোথায় কোন স্বাক্ষর করা আছে! মানুষ যদি এতো বুঝত তাহলে তো ফারাক থাকত না।” মমতার মতে, “প্রিসাইডিং অফিসার, কাউন্টিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল। এজন্য কোথাও তৃণমূলের ৫০টা কোথাও ১০০টা ভোট বাতিল হয়েছে।” এই ষড়যন্ত্রের শাস্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন- কেন্দ্রে ও রাজ্যে বাম-কংগ্রেসের ‘দ্বিচারিতা’! কড়া বার্তা মমতার

 

 

 

Related articles

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...
Exit mobile version