Sunday, November 9, 2025

তিহারে বসেই দলের জয়ে বেজায় খুশি! কেষ্টহীন বীরভূমে অব্যাহত সবুজ ঝড়ের দাপট

Date:

আগেভাগেই তিনি দাবি করেছিলেন, তৃণমূল (TMC) জিতবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর ভরসা রাখবেন। আর নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেল সেই ছবি। বীরভূম (Birbhum) জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ৫১টিতেই ফুটেছে ঘাসফুল। সবুজ ঝড় উঠেছে প্রায় গোটা বীরভূমেই। আর তৃণমূলের এই জয়ের খবর তিহারে (Tihar Jail) বসেই শুনলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর, নিজের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় বেজায় খুশি বীরভূমের নেতা। তবে চলতি বছর নির্বাচনের ময়দান থেকে তিনি অনেকটাই দূরে। বর্তমানে সুদূর তিহার জেলে বসেই দলের জয়ের খবর পেয়েছেন তিনি। তবে তিনি বীরভূমে থাকতে না পারলেও তাঁর গড়ে জয়ের ধারা অব্যহত রাখল তৃণমূল কংগ্রেস।

বীরভূমের দায়িত্ব এখনও খাতায় কলমে তাঁর হাতেই রয়েছে। তাঁর অনুপস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জেলার দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আর সেই অনুব্রতহীন বীরভূমেই ভালো ফল করল ঘাসফুল শিবির। তবে বুধবার অসুস্থতার কারণে রাউস অ্যাভিনিউ আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় অনুব্রতকে। একইসঙ্গে ভার্চুয়ালি হাজিরা দেন বিকাশ মিশ্র, এনামুল। সশরীরে হাজিরা দেন সতীশ কুমার, সায়গল হোসেন, মণীশ কোঠারি এবং অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। রাউস অ্যাভিনিউ কোর্টে আগামী ১৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে তার আগে ১৮ জুলাই দিল্লি হাই কোর্টে জামিনের আবেদনের শুনানি রয়েছে অনুব্রতর।

তবে এদিন শুনানি শেষে অনুব্রতর আইনজীবী জানান, অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত হতে পারেননি অনুব্রত। তবে জেলে বসেও তাঁর মন পড়েছিল বীরভূমের দিকেই। পঞ্চায়েত নির্বাচনে তাঁর এলাকা কেমন ফল করল, তা জানতে উৎসাহ ছিল তুঙ্গে। এরপর আইনজীবীই তাঁকে জানান, বীরভূমে তৃণমূলের জয়জয়কারের কথা। যা শুনে দারুণ খুশি কেষ্ট। তবে এমন জয়ের দিনে নিজের এলাকায় থাকতে না পারার কারণে কষ্ট পাচ্ছেন তিনি।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version