Saturday, May 3, 2025

দুর্নীতিগ্রস্তদের রেহাই নেই: ইডি কর্তা বদলে শাহের মন্তব্য প্রচ্ছন্ন হুমকি, সরব বিরোধীরা

Date:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অধিকর্তা সঞ্জয়কুমার মিশ্রের (SK Mishra) মেয়াদ বাড়ানোকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছে শীর্ষ আদালত(Supreme Court)। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে à§©à§§ জুলাইয়ের পর আর ওই পদে কেউ থাকতে পারবেন না। আদালতের নির্দেশে কেন্দ্রের মুখ পুড়লেও হুমকির সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) জানিয়ে দেন, ‘পদে যেই থাকুন দুর্নীতিগ্রস্তদের রেহাই নেই।’ তাঁর আরও দাবি, ‘ইডি(ED) অধিকর্তা নিয়ে সুপ্রিম রায়ে যাঁরা উল্লসিত, তাঁরা আসলে বিভ্রান্ত।’ তবে বিজেপির রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত ইডি প্রসঙ্গে শাহের এহেন মন্তব্য ‘প্রচ্ছন্ন হুমকি’ বলে অভিযোগ করল বিরোধীরা।

আদালতের নির্দেশে কেন্দ্রের মুখ পোড়ার পর এদিন অমিত শাহ জানান, যিনিই ইডির অধিকর্তা হবেন, তিনিই ‘উন্নয়নবিরোধী মানসিকতার বংশবাদীদের আরামের ক্লাবের ব্যাপক দুর্নীতির’ বিরুদ্ধে পদক্ষেপ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই খোঁচার জবাবে বিরোধী কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বাল টুইট করেছেন। তিনি লেখেন, ‘ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্র। সুপ্রিম কোর্ট জানিয়েছে নভেম্বর পর্যন্ত তাঁর মেয়াদবৃদ্ধি অবৈধ। অমিত শাহ: ইডি এমন এক প্রতিষ্ঠান যা কোনও ব্যক্তিবিশেষের উপরে নির্ভর করে না।’ তাহলে আপনারা ওঁর তৃতীয় বার মেয়াদবৃদ্ধি করলেন কেন? কোনও কোনও ব্যক্তির ক্ষমতায় থাকা দলের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে।’ বিরোধীরা অমিত শাহর এদিনের মন্তব্যকে ‘প্রচ্ছন্ন হুঁশিয়ারি’ বলছেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিচারপতি বি আর গাভাই, বিক্রম নাথ ও সঞ্জয় কারোলের বেঞ্চ জানিয়ে দেয়, মিশ্রর মেয়াদবৃদ্ধি সুপ্রিম কোর্টের ২০২১ সালে দেওয়া রায়ের পরিপন্থী। উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে প্রথমবার ইডি অধিকর্তার দায়িত্ব পান মিশ্র। ২০২০ সালে নভেম্বরে সেই মেয়াদ শেষ হয়। ২০২০ সালের à§§à§© নভেম্বর কেন্দ্র নির্দেশ দিয়ে তাঁর মেয়াদ দুই থেকে তিন বছর করে। সেই সময়ই কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ‘কমন কজ’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। এরপরই ইডি কর্তার মেয়াদ বৃদ্ধিকে ‘বেআইনি’ বলে জানিয়ে দেয়। à§©à§§ জুলাইয়ের পর আর ওই পদে কেউ থাকতে পারবেন না তিনি।

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version