গণনা শেষ হতে না হতেই সন্ত্রা.স শুরু বিজেপির, নৃ.শংসভাবে তৃণমূল কর্মীকে খু.ন

ব্যালটে এঁটে উঠতে না পেরে বুলেটে এলাকা দখল করতে চাইছে বিরোধীরা। গণনায় তৃণমূলের দিকে পাল্লা ভারী হতেই মঙ্গলবার সন্ধে থেকে প্রবল হামলার শুরু করেছে বিজেপি-ISF থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলগুলি।এবার রায়দিঘিতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হল।অভিযোগের তিরে বিজেপি।

আরও পড়ুন:জিএসটিকে আর্থিক তছরূপ আইনের আওতাভুক্ত করা হবে কেন? GST কাউন্সিলের বৈঠকে সরব চন্দ্রিমা

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কাশিনগর গ্রামপঞ্চায়েতের চাঁদপাশা গ্রাম। স্থানীয় বুথে বিজেপি প্রার্থী জয়ী হন। এরপরই তৃণমূল কর্মী-সমর্থকদের উপর চলে মারধর, অত্যাচার। তৃণমূলের অভিযোগ,তৃণমূল কর্মী বিপ্লব হালদার(৩৫)-কে কুপিয়ে খুন করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।বুধবার সকালে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে বিপ্লববাবুর দেহ তাঁর বাড়ি থেকে বেশ কিছু দূরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

Previous articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ
Next articleসবে শুরু, নন্দীগ্রামে শুভেন্দুকে চোখে সর্ষেফুল দেখানোর হুঁশিয়ারি কুণালের