Sunday, November 16, 2025

গত কয়েক দিন ধরে জল্পনা চলছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। আজ বার্সেলোনা জানিয়েছে, ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকিকে দলভুক্ত করছে তারা। রকির বর্তমান ক্লাব অ্যাথলেতিকো পারানায়েনস এবং বার্সেলোনা এ বিষয়ে ঐক্যমতে এসেছে।

বার্সেলোনার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রকি বার্সেলোনায় যোগ দেবেন ২০২৪–২৫ মরসুমে। দুই পক্ষের মধ্যে সাত বছরের চুক্তি মেয়াদ ফুরোবে ২০৩১ সালে। এর আগে রকিকে কেউ কিনতে চাইলে রিলিজ বাবদ ৫০ কোটি ইউরো খরচ করতে হবে।

বার্সেলোনার টুইটার পেজ থেকে রকির একটি বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়। ব্রাজিলে তিগরিনিও নামে পরিচিত রকি ১০ সেকেন্ডের ভিডিও বার্তায় বার্সেলোনা সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ‘কিউলার্স, বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমি খুব খুশি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। তিগরিনিও বার্সেলোনায় আসছে। শিগগিরই দেখা হবে। বার্সেলোনা এগিয়ে চলো।’

রকির জন্য দলবদল বাবদ ৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার খরচ করছে বার্সেলোনা।এবারের দলবদল মরসুমে বার্সেলোনায় নাম লেখানো তৃতীয় খেলোয়াড় রকি। এর আগে ম্যানচেস্টার সিটি থেকে ইলকায় গুন্দোয়ান এবং মুক্ত খেলোয়াড় হিসেবে অ্যাথলেটিক ক্লাবের ইনিও মার্তিনেজকে দলে নিয়েছিল কাতালোনিয়ার ক্লাবটি।

পারানায়েনস ও ব্রাজিল যুব দলের হয়ে খেলার সময় থেকে বার্সেলোনার নজরে ছিলেন রকি। গত বছর তাঁর দল লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবারতাদোরেসের ফাইনালে খেলে। এ বছর অনূর্ধ্ব–২০ পর্যায়ের দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে রকির ব্রাজিল। টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রকি।

৯ নম্বর জার্সি পরে খেলেন রকি। মূলত সেন্টার ফরোয়ার্ড, তবে উইংয়েও খেলে থাকেন। এখন পর্যন্ত পারানায়েনসের হয়ে ৬৫ ম্যাচে করেছেন ২২ গোল। কয়েক দিন আগে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল রকির কাছ থেকে তাঁর ক্লাবের চাওয়া কী? লাপোর্তা বলেছিলেন, ‘গোল চাই। তাঁর নিজস্ব একটা ধরন আছে। তাঁকে রোনাল্ডো বা রোমারিওর সঙ্গে তুলনা করা যাবে না। সে এমন খেলোয়াড় যে বক্সের ভেতর দুই পায়েই বিপজ্জনক হয়ে উঠতে পারে।’এখন দেখার বার্সেলোনার ইচ্ছাপূরণ হয় কিনা।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version