Wednesday, December 3, 2025

বৃষ্টিতে বি.পর্যস্ত উত্তরবঙ্গ, জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে!

Date:

Share post:

টানা বৃষ্টিতে (Rain) বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ারে (Alipurduar)বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে শতাধিক বাড়ি তলিয়ে গেছে। বড় বিপর্যয়ের আশঙ্কায় এলাকার বাসিন্দারা, ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি শোচনীয়। জলঢাকা নদীর জল এতটাই বেড়ে গিয়েছে যে, বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অন্যদিকে ভুটান পাহাড়ে অবিশ্রান্ত বর্ষণের জন্যই ডুয়ার্স ও আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই কালজানি এবং তোর্সা নদীতে হলুদ সংকেত জারি করেছে হাওয়া অফিস। জলের তোড়ে ভেঙে গেছে ভুটানগামী বিবাড়ি সেতুর রাস্তা।

প্রবল বর্ষণে ভুটান সীমান্ত জয়গাঁর বিভিন্ন এলাকায় বন‍্যা পরিস্থিতি তৈরি হয়েছে।গোবরজ‍্যোতি নদীর সেতুতে ওঠার মুখে রাস্তা ভেসে যাওয়ার কারণে আপাতত ভারত ও ভুটানের মধ্যে সড়ক পথে যোগাযোগ আপাতত সম্পূর্ণ বন্ধ। জলপাইগুড়িতে কালচিনির মেচপাড়াতে পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বায়ুসেনা। বৃহস্পতিবার বায়ুসেনার চপার আকাশপথে এলাকার হাল পরিদর্শন করে। ডুয়ার্সের বানারহাট, বিন্নাগুড়ি-সহ একাধিক এলাকায় হড়পা বান এসেছে। হাতিনালা নদীর জল ঢুকে প্লাবিত এস এম কলোনি, নেতাজি পাড়া, গয়েরকাটা-সহ একাধিক এলাকা। ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটিলি সব জায়গাতেই একই অবস্থা। অবিরাম বৃষ্টিতে মালদহ জেলার প্রধান দুই নদী গঙ্গা এবং ফুলহারে জল বাড়তে শুরু করেছে। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। রাতভর মুষলধারে বৃষ্টির কারণে সুখানি সেতু উপর দিয়ে জল বইছে। এর ফলে মনমোহন ধুরার সঙ্গে নাগরাকাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।লাগাতার বৃষ্টি সিকিমেও। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই বন্যা বিধ্বস্ত এলাকা থেকে সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

 

 

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...