Saturday, January 17, 2026

বৃষ্টিতে বি.পর্যস্ত উত্তরবঙ্গ, জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে!

Date:

Share post:

টানা বৃষ্টিতে (Rain) বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ারে (Alipurduar)বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে শতাধিক বাড়ি তলিয়ে গেছে। বড় বিপর্যয়ের আশঙ্কায় এলাকার বাসিন্দারা, ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি শোচনীয়। জলঢাকা নদীর জল এতটাই বেড়ে গিয়েছে যে, বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অন্যদিকে ভুটান পাহাড়ে অবিশ্রান্ত বর্ষণের জন্যই ডুয়ার্স ও আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই কালজানি এবং তোর্সা নদীতে হলুদ সংকেত জারি করেছে হাওয়া অফিস। জলের তোড়ে ভেঙে গেছে ভুটানগামী বিবাড়ি সেতুর রাস্তা।

প্রবল বর্ষণে ভুটান সীমান্ত জয়গাঁর বিভিন্ন এলাকায় বন‍্যা পরিস্থিতি তৈরি হয়েছে।গোবরজ‍্যোতি নদীর সেতুতে ওঠার মুখে রাস্তা ভেসে যাওয়ার কারণে আপাতত ভারত ও ভুটানের মধ্যে সড়ক পথে যোগাযোগ আপাতত সম্পূর্ণ বন্ধ। জলপাইগুড়িতে কালচিনির মেচপাড়াতে পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বায়ুসেনা। বৃহস্পতিবার বায়ুসেনার চপার আকাশপথে এলাকার হাল পরিদর্শন করে। ডুয়ার্সের বানারহাট, বিন্নাগুড়ি-সহ একাধিক এলাকায় হড়পা বান এসেছে। হাতিনালা নদীর জল ঢুকে প্লাবিত এস এম কলোনি, নেতাজি পাড়া, গয়েরকাটা-সহ একাধিক এলাকা। ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটিলি সব জায়গাতেই একই অবস্থা। অবিরাম বৃষ্টিতে মালদহ জেলার প্রধান দুই নদী গঙ্গা এবং ফুলহারে জল বাড়তে শুরু করেছে। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। রাতভর মুষলধারে বৃষ্টির কারণে সুখানি সেতু উপর দিয়ে জল বইছে। এর ফলে মনমোহন ধুরার সঙ্গে নাগরাকাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।লাগাতার বৃষ্টি সিকিমেও। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই বন্যা বিধ্বস্ত এলাকা থেকে সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

 

 

spot_img

Related articles

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...

বেলডাঙায় আক্রান্ত সাংবাদিক সোমা: স্থানীয় তৃণমূল নেতৃত্বকে পাশে থাকার নির্দেশ অভিষেকের, নিন্দা-বিবৃতি প্রেস ক্লাবের

বেলডাঙায় (Beldanga) খবর সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার জি২৪ ঘণ্টা-র (Zee 24 Ghanta) সাংবাদিক সোমা মাইতি (Soma Maity)।...

স্মৃতিমেদুর ব্রাত্য-সুবোধ: বাংলা আকাদেমিতে প্রকাশিত নাট্যকার ও কবির তিন বই

সম্প্রতি নন্দন প্রাঙ্গনে শেষ হয়েছে লিটল ম্যাগাজিন মেলা। সামনেই অপেক্ষা করছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রযুক্তির উদ্ভাবন যে আজও...