Monday, November 10, 2025

ভোট-হিং.সায় অভি.যুক্তদের বিরু.দ্ধে ক.ড়া পদক্ষেপের নির্দেশ নবান্নের!

Date:

পঞ্চায়েতের (Panchayet Election) দিন ঘোষণা থেকে মনোনয়ন পর্ব হয়ে ভোট গণনা পর্যন্ত রাজ্যজুড়ে দফায় দফায় হিংসার ছবি উঠে এসেছে। পুরো বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি আগেই জানিয়েছিলেন কোনও রকমের হিংসা বা আইনবিরোধী কাজকে বরদাস্ত করা হবে না। এবার ভোট পর্ব মিটতেই নির্বাচনী হিংসা সংক্রান্ত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিল নবান্ন (Nabanna)। সেই মর্মে সব জেলার জেলা শাসকদের চিঠি পাঠানো হয়েছে বলেই খবর।

বৃহস্পতিবার নবান্নের তরফে পাঠানো ওই নির্দেশিকায় ভোট-হিংসা সংক্রান্ত সব রকমের তথ্য চেয়ে পাঠানো হয়েছে । পাশাপাশি জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোট-হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়। বিরোধীরা যতই কুৎসা করুক না কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যারা মারা গেছেন তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। আর এবার যাঁরা নির্বাচনে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছে সরকার। নবান্নের (Nabanna) নির্দেশিকায় জেলাশাসকদের জানানো হয়েছে, যে আদালতে নির্দেশে রাজ্যকে ভোট-হিংসা সংক্রান্ত একটি হলফনামা জমা দিতে হবে। সেই হলফনামা জমা দিতে গেলে বেশ কিছু তথ্য প্রয়োজন। ভোট পর্বে হিংসায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিশদে জানাতে হবে এবং অভিযুক্তদের নাম নথিভুক্ত করতে হবে। পাশাপাশি অশান্তির ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের তালিকা তৈরি করে স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version