Tuesday, August 26, 2025

প্রবল বৃষ্টিতে জলমগ্ন উত্তর ভারতের একাধিক রাজ্য। হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে হরিয়ানায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় মহিলার হাতে চড় খেলেন জেজেপি(জননায়ক জনতা পার্টি) বিধায়ক। যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুনঃনির্বাচনে মানুষের সমর্থনে না পেয়ে জলপাইগুড়িতে তৃণমূল কর্মীর উপর হা.মলা! গ্রে.ফতার ১

ঘটনাটি ঘটেছে বুধবার হরিয়ানার কৈথালী এলাকায়। একটানা বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। দোকান বাজারে জলে টইটুম্বুর । জলের তোড়ে ভেসেছে ঘরের সমস্ত জিনিস। কারোর কারোর পরিস্থিতি এতটাই খারাপ যে মাথার ছাদটুকুও ভেসে গিয়েছে।এই পরিস্থিতিতে বন্যা কবলিত জায়গা পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় জেজেপি বিধায়ক ঈশ্বর সিং। সঙ্গে ছিলেন সাংসদের নিরাপত্তাকর্মী এবং দলীয় কর্মীরা। স্থানীয়দের সুবিধা-অসুবিধার কথা শুনছিলেন ঈশ্বর।
সব শেষ হয়ে যাওয়ার পর এলাকাবাসীর অভাব অভিযোগ শুনতে আসা বিধায়করে দেখে ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় এক বৃদ্ধ মহিলা। এগিয়ে এসে সপাটে চড় কষান বিধায়েকর গালে। প্রশ্ন করেন, প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? এখন কেন এসেছেন? কী দেখতে এখানে এসেছেন? আচমকা চড় খেয়ে প্রথমে হকচকিয়ে যান ওই বিধায়ক। যদিও পরে ওই মহিলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
উত্তেজিত জনতার মধ্যে থেকে নিরাপত্তারক্ষীরা ঈশ্বর সিংকে সরিয়ে নিয়ে যান। বিধায়ক যদিও পরে জানিয়েছেন, ‘আমি ওঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছি না৷ আমি ওঁকে ক্ষমা করে দিয়েছি৷’ এই ঘটনার ভিডিও হু হু করে নেট পাড়ায় ছড়িয়ে পড়েছে।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version