Thursday, August 28, 2025

গু.রুতর অ.সুস্থ বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। পায়ে সংক্রমণ (Infection) নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। পর্দার চারুলতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে অনুরাগীদের মনে। অভিনেত্রীর পরিবার সূত্রে খবর গত ২১ জুন সেলুলাইটিসের (Cellulitis) চিকিৎসা করাতে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। জেনারেল ওয়ার্ডে থাকাকালীন অবস্থার অবনতি হয় তাঁর। সেই কারণেই ক্রিটিক্যাল ইউনিটে (ICU) স্থানান্তর করা হয় তাঁকে। তবে আপাতত তিনি সংকটমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

অশীতিপর অভিনেত্রী বেশ কিছুদিন ধরে পায়ের সমস্যায় ভুগছিলেন।আচমকাই বর্ষীয়ান মাধবী মুখোপাধ্যায়ের দুই পা জুড়ে ব়্যাশ দেখে চিন্তায় পড়েছিলেন তাঁর পরিবারের লোকেরা। পরীক্ষা করে দেখা যায় ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণজনিত (potentially serious bacterial skin infection) কারণেই এই সমস্যা।এর আগে গত বছর এপ্রিলে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। সেই সময় জানা যায়, দীর্ঘদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। এবারের সমস্যা অবশ্য তেমন গুরুতর নয় কারণ চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ দস্তিদার জানিয়েছেন আশঙ্কাজনক অবস্থা অনেক আগেই কাটিয়ে উঠেছেন অভিনেত্রী। যদিও তিনি ক্রিটিকাল কেয়ার ইউনিটে আছেন কিন্তু আপাতত হাঁটাচলা খাওয়া-দাওয়া সবটাই স্বাভাবিক রয়েছে। বুধবার রাতে ঘুমের সমস্যা দেখা গেলেও বৃহস্পতিবার তাঁকে প্রয়োজনীয় ওষুধ দেয়ার পর তিনি আপাতত বিশ্রামে রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর সব ঠিকঠাক থাকলে দু-একদিনের মধ্যেই মাধবী মুখোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হতে পারে।

 

 

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version