Tuesday, December 30, 2025

১০০ মিটার রেসে ‘তেপায়া জানোয়ার’: মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ চিদম্বরমের

Date:

Share post:

প্রথমে শিবসেনায়(Shivsena) ভাঙন, এরপর এনসিপি(NCP) ভেঙে অজিত পাওয়ারের(Ajit Pawar) এনডিএ-তে যোগ। সব মিলিয়ে মহারাষ্ট্রে(Maharastra) রাজনৈতিক নাটক শেষ হওয়ার নাম নিচ্ছে না। এহেন পরিস্থিতিতে মহারাষ্ট্রে চলতে থাকা নাটক নিয়ে একনাথ শিণ্ডে(Eknath Shinde) সরকারকে কটাক্ষ করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম(P Chidambaram)। বললেন, “১০০ মিটার রেসে দৌড়তে নেমেছে তেপায়া জানোয়ার।”

মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে চলতে থাকা নাটককে কটাক্ষ করে বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী দাবি করেছেন মহারাষ্ট্রে ট্রিপল ইঞ্জিন সরকার চলছে। দেখে তো মনে হচ্ছে কোনও তেপায়া জানোয়ার একশো মিটার রেসে দৌড়তে নেমেছে।” সেই সঙ্গে চিদাম্বরমের দাবি, মহারাষ্ট্রে নতুন শপথ নেওয়া ৯ জন মন্ত্রীর কোনও কাজ নেই, কেননা তাঁদের কোনও দফতর বণ্টনই করা হয়নি। একইসঙ্গে তাঁর কটাক্ষ, “বাকি ২০ জন মন্ত্রী, যাঁদের মধ্যে ফড়নবিশও রয়েছেন, তাঁরা ওঁদের কোনও পোর্টফোলিও দিচ্ছেন না। একটাই সমাধান, ঘোষণা করা হোক, ওই ৯ মন্ত্রীর কোনও দফতর নেই।”

উল্লেখ্য, অজিত পাওয়ার এনসিপি ভেঙে এনডিএ-তে যোগ দিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে টালমাটাল অবস্থা মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের। কারণ, দল ভেঙে সরকারে যোগ দেওয়া এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারদের দাবি, চারজন বিধায়ককে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি অর্থ, জল সম্পদ, হাউসিংয়ের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হোক। এই পরিস্থিতিতে শিণ্ডে সরকারকে আক্রমণ শানালেন চিদম্বরম।

spot_img

Related articles

তৃণমূলের দাবিতে সায় কমিশনের! আরও মানবিক হওয়ার আবেদন অভিষেকের

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার শুনানি ঘিরে তৃণমূল কংগ্রেসের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। বয়স্ক,...

বাংলার রেল কাজে ঢিলেমি! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বাংলায় রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে এক সরকারি...

দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে। সেই মতোই...

সংস্কার, গতিশীলতা ও সিদ্ধান্ত: ২০২৫-এ যে পথে ভারতের অর্থনীতি

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূল ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা ও অনিশ্চয়তার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫-এ...