Thursday, August 21, 2025

১০০ মিটার রেসে ‘তেপায়া জানোয়ার’: মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ চিদম্বরমের

Date:

প্রথমে শিবসেনায়(Shivsena) ভাঙন, এরপর এনসিপি(NCP) ভেঙে অজিত পাওয়ারের(Ajit Pawar) এনডিএ-তে যোগ। সব মিলিয়ে মহারাষ্ট্রে(Maharastra) রাজনৈতিক নাটক শেষ হওয়ার নাম নিচ্ছে না। এহেন পরিস্থিতিতে মহারাষ্ট্রে চলতে থাকা নাটক নিয়ে একনাথ শিণ্ডে(Eknath Shinde) সরকারকে কটাক্ষ করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম(P Chidambaram)। বললেন, “১০০ মিটার রেসে দৌড়তে নেমেছে তেপায়া জানোয়ার।”

মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে চলতে থাকা নাটককে কটাক্ষ করে বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী দাবি করেছেন মহারাষ্ট্রে ট্রিপল ইঞ্জিন সরকার চলছে। দেখে তো মনে হচ্ছে কোনও তেপায়া জানোয়ার একশো মিটার রেসে দৌড়তে নেমেছে।” সেই সঙ্গে চিদাম্বরমের দাবি, মহারাষ্ট্রে নতুন শপথ নেওয়া ৯ জন মন্ত্রীর কোনও কাজ নেই, কেননা তাঁদের কোনও দফতর বণ্টনই করা হয়নি। একইসঙ্গে তাঁর কটাক্ষ, “বাকি ২০ জন মন্ত্রী, যাঁদের মধ্যে ফড়নবিশও রয়েছেন, তাঁরা ওঁদের কোনও পোর্টফোলিও দিচ্ছেন না। একটাই সমাধান, ঘোষণা করা হোক, ওই ৯ মন্ত্রীর কোনও দফতর নেই।”

উল্লেখ্য, অজিত পাওয়ার এনসিপি ভেঙে এনডিএ-তে যোগ দিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে টালমাটাল অবস্থা মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের। কারণ, দল ভেঙে সরকারে যোগ দেওয়া এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারদের দাবি, চারজন বিধায়ককে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি অর্থ, জল সম্পদ, হাউসিংয়ের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হোক। এই পরিস্থিতিতে শিণ্ডে সরকারকে আক্রমণ শানালেন চিদম্বরম।

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version