Sunday, November 9, 2025

নজিরবিহীন সিদ্ধান্ত! ফের রাজ্যের একাধিক বুথে ভোটাভুটির নির্দেশ নির্বাচন কমিশনের  

Date:

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) নিয়ে ফের নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের (State Election Commission)। ভোট গণনা পর্ব মিটে যাওয়ার পর ফের রাজ্যের ২০ বুথে নির্বাচনের নির্দেশ দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। হাওড়া সাঁকরাইলের ১৫টি বুথে ভোটের দিন ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে সাঁকরাইলের ওই ১৫ বুথেই তৃণমূল প্রার্থীরা জয়ী হন। তবে শুধু সাঁকরাইল নয়, সিঙ্গুরের বেরাবেড়ির একটি বুথ ও উত্তর ২৪ পরগণার হাবড়ার ৪টি বুথে ফের ভোটের সিদ্ধান্ত কমিশনের। জানা গিয়েছে, বিডিওর রিপোর্টের ভিত্তিতে ওই ২০ বুথে নতুন করে ভোটের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।

গত শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন মোটের উপর শান্তই ছিল হাওড়া, উত্তর চব্বিশ পরগণা ও সিঙ্গুর। বড় কোনও অশান্তির ঘটনা চোখে পড়েনি। কিন্তু সাঁকরাইলের একাধিক ভোট কেন্দ্রে বহিরাগত দুষ্কৃতীরা ব্যালট লুঠ করে বলে অভিযোগ। সেগুলি হল, মানিকপুর দর্জিপাড়া প্রাথমিক স্কুলের সাতটি বুথ, রশ্মি মহল শিশু শিক্ষা কেন্দ্রের একটি বুথ, সারেঙ্গা হাইস্কুল ও পল্লিশ্রী পাঠাগারের কয়েকটি বুথ। পাশাপাশি সিঙ্গুর ও হাবড়ার একাধিক বুথে জোর করে অশান্তির চেষ্টা বিরোধীদের। আর সেকারণেই ওই সমস্ত বুথের নির্বাচনকে কার্যত বাতিল ঘোষণা করে দেয় নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, সাঁকরাইলের এই ১৫টি, হাবড়ার ৪টি এবং সিঙ্গুরের একটি বুথে যে ভোটগ্রহণ হবে তাকে পুনর্নিবাচন বলা হবে না। পঞ্চায়েত আইন অনুযায়ী নতুন করে ভোট নেওয়া হবে এই বুথগুলিতে।

 

 

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...
Exit mobile version